ইচ্ছের কাছে হার মানল বয়স, মেয়ের সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেন মা

ইচ্ছের কাছে হার মেনেছে বয়স। পড়াশোনায় ছেদ পড়েছিল বিয়ের পর। ছেলেমেয়ে বড় হওয়ার পর আবার পড়াশোনা শুরু করেন দক্ষিণ চব্বিশ পরগনার সানজিদা বিবি। এবার মেয়ের সঙ্গেই  বসেছেন উচ্চমাধ্যমিক পরীক্ষায়।

Updated By: Mar 19, 2015, 08:56 PM IST
ইচ্ছের কাছে হার মানল বয়স, মেয়ের সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেন মা

ব্যুরো: ইচ্ছের কাছে হার মেনেছে বয়স। পড়াশোনায় ছেদ পড়েছিল বিয়ের পর। ছেলেমেয়ে বড় হওয়ার পর আবার পড়াশোনা শুরু করেন দক্ষিণ চব্বিশ পরগনার সানজিদা বিবি। এবার মেয়ের সঙ্গেই  বসেছেন উচ্চমাধ্যমিক পরীক্ষায়।

বছর কুড়ি আগের কথা। ডায়মন্ডহারবারের সানজিদার বিয়ে হয় উস্তির নয়াপাড়ার গওসুল আনম হালদারের সঙ্গে। পড়াশোনায় ছেদ পড়ে ক্লাস এইটের সানজিদা বিবির। এরপর দুই সন্তানের মা। ছেলে বড় হওয়ার পর আবার পড়াশোনা শুরু করেন তিনি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। ভর্তি হন নয়াপাড়া হাই মাদ্রাসায়। এবার তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সহ পরীক্ষার্থী তাঁর মেয়ে।

মেয়ে গৃহশিক্ষকের কাছে পড়েছেন। আর মেয়ের নোটস পড়েই মা-ও ধীরে ধীরে তৈরি হয়েছেন জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার জন্য। তাঁর পড়াশোনার এই ইচ্ছার প্রশংসায় তাঁর শিক্ষকরাও।  

সানজিদার স্বামীও চান স্ত্রী পড়াশোনা করে উন্নতি করুন।

 

.