কলকাতাসহ দক্ষিণবঙ্গে এল বর্ষাকাল...
অবেশেষে প্রতীক্ষার অবসান। দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল মৌসুমী বায়ু। সব জেলাতেই পৌছে গেছে মৌসুমী বায়ুর প্রভাব। এর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে এবার সক্রিয় হবে বর্ষা। এর আগেই উত্তর বঙ্গে সক্রিয় হয়েছে বর্ষা। তবে এবার নির্দিষ্ট সময়ের দশদিন পর দক্ষিণবঙ্গে সক্রিয় হল মৌসুমী বায়ু। আবহাওয়া দফতরের প্রত্যাশা, এবছর স্বাভাবিকের চেয়ে বেশি হবে বর্ষা। বর্ষা সক্রিয় হলেই দক্ষিণবঙ্গের জেলা জুড়ে শুরু হয়ে যাবে কৃষিকাজ।
ওয়েব ডেস্ক: অবেশেষে প্রতীক্ষার অবসান। দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল মৌসুমী বায়ু। সব জেলাতেই পৌছে গেছে মৌসুমী বায়ুর প্রভাব। এর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে এবার সক্রিয় হবে বর্ষা। এর আগেই উত্তর বঙ্গে সক্রিয় হয়েছে বর্ষা। তবে এবার নির্দিষ্ট সময়ের দশদিন পর দক্ষিণবঙ্গে সক্রিয় হল মৌসুমী বায়ু। আবহাওয়া দফতরের প্রত্যাশা, এবছর স্বাভাবিকের চেয়ে বেশি হবে বর্ষা। বর্ষা সক্রিয় হলেই দক্ষিণবঙ্গের জেলা জুড়ে শুরু হয়ে যাবে কৃষিকাজ।
বেশ কিছুদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে। কিন্তু সেটা বর্ষার বৃষ্টি ছিল না। বিহারের উপর তারী হওয়া নিম্নচাপ বলয়ের কারণে কিছুটা বৃষ্টি পেয়েছিল বাংলা। তবে, এবার আর চিন্তা নেই, এসে গেছে বর্ষা। খাদ্যপ্রিয় বাঙালি এবার তৈরী হতেই পারে খাচুরি-ইলিশের পেটপুজো পার্বনে।