বৃদ্ধাশ্রমের নামে এলাকায় দিনের পর দিন অসামাজিক কাজ!

বৃদ্ধাশ্রমের নামে এলাকায় দিনের পর দিন অসামাজিক কাজ। প্রশাসনে বারবার জানিয়েও কাজ না হওয়ায়, শেষ পর্যন্ত আসরে গ্রামবাসীরাই। বেধড়ক পেটালেন এলাকার দুই অভিযুক্ত প্রোমোটারকে। বারুইপুরের কল্যাণপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে এক যুবককে ওই নির্মীয়মাণ ওই বাড়িতে আটকে রাখার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। ওই যুবককে উদ্ধারে গিয়েই অভিযুক্ত প্রোমোটারদের বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নির্মীয়মাণ ওই  বাড়িতে নারী পাচার চলছিল। সন্ধ্যা হলেই বসত মদ, গাঁজার আসর।

Updated By: Jun 17, 2016, 11:58 AM IST
বৃদ্ধাশ্রমের নামে এলাকায় দিনের পর দিন অসামাজিক কাজ!

ওয়েব ডেস্ক : বৃদ্ধাশ্রমের নামে এলাকায় দিনের পর দিন অসামাজিক কাজ। প্রশাসনে বারবার জানিয়েও কাজ না হওয়ায়, শেষ পর্যন্ত আসরে গ্রামবাসীরাই। বেধড়ক পেটালেন এলাকার দুই অভিযুক্ত প্রোমোটারকে। বারুইপুরের কল্যাণপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল রাতে এক যুবককে ওই নির্মীয়মাণ ওই বাড়িতে আটকে রাখার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। ওই যুবককে উদ্ধারে গিয়েই অভিযুক্ত প্রোমোটারদের বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নির্মীয়মাণ ওই  বাড়িতে নারী পাচার চলছিল। সন্ধ্যা হলেই বসত মদ, গাঁজার আসর।

মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি ও গালিগালাজ করা হত বলেও অভিযোগ। মারধরের পর অভিযুক্ত দুজনকে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় আহত দুজনকে। বর্তমানে ICUতে ভর্তি রয়েছে তারা।

.