বর্ষা এল দক্ষিণ বঙ্গে
নদিয়ার হাত ধরে অবশেষে বর্ষা এল দক্ষিণে। পরিস্থিতি অনুকুল হলে আগামী দু-একদিনের মধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হবে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা সক্রিয় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। উত্তরে আগেই ঢুকেছিল। এবার দক্ষিণে এল বর্ষা। সকাল থেকেই টানা বৃষ্টি নদিয়ায়। সবাই ভেবেছিলেন হয়ত প্রাক বর্ষার বৃষ্টি। ভুল ভাঙাল আলিপুর আবহাওয়া দফতর। জানাল, নদিয়া হয়েই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা।
ব্যুরো: নদিয়ার হাত ধরে অবশেষে বর্ষা এল দক্ষিণে। পরিস্থিতি অনুকুল হলে আগামী দু-একদিনের মধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হবে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা সক্রিয় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। উত্তরে আগেই ঢুকেছিল। এবার দক্ষিণে এল বর্ষা। সকাল থেকেই টানা বৃষ্টি নদিয়ায়। সবাই ভেবেছিলেন হয়ত প্রাক বর্ষার বৃষ্টি। ভুল ভাঙাল আলিপুর আবহাওয়া দফতর। জানাল, নদিয়া হয়েই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা।
কীভাবে হঠাত্ এতটা সক্রিয় হয়ে উঠল মৌসুমী বায়ু? আবহাওয়া দফতর জানাচ্ছে, আটই জুন কাশ্মীরের দিক থেকে বয়ে আসে বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে উত্তর-পশ্চিম দিক থেকে রাজ্যে প্রবেশ করে ঠান্ডা বাতাস। সেই বাতাসই বায়ুমণ্ডলের নিচের স্তরের জলীয় বাষ্পকে ওপরে ঠেলে বজ্রগর্ভ মেঘ তৈরি করে। বৃহস্পতিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয় ঝড়বৃষ্টি। গতি পায় মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয় লাগাতার বৃষ্টি। পরিস্থিতি বর্ষার অনুকুল দেখে শনিবার সকালেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে বর্ষা প্রবেশের কথা ঘোষণা করা হয়।