দুর্যোগে বেহাল আলিপুরদুয়ার, নদীভাঙনের শিকার বেশকিছু এলাকা

দুর্যোগে বেহাল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। কয়েকদিনের একটানা বৃষ্টিতে গুয়ানগর গ্রামপঞ্চায়েত এলাকার মালসাগাঁও, প্রমোদনগর গ্রামে বেশকিছু বাড়ি ইতিমদ্যেই ডুডুয়া নদীর গ্রাসে চলে গিয়েছে। বহু মানুষ ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। প্রবল বৃষ্টিতে এই পাহারিয়া নদীর জলচ্ছাস বেড়ে যাওয়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন-চার বছর ধরে ভাঙনে ৭০ থেকে ৮০ বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে। এবারও নদীভাঙনের শিকার বেশকিছু এলাকা। দ্রুত নদীতে বাঁধ দেওয়া না হলে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এঅবস্থায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

Updated By: Jun 13, 2015, 02:09 PM IST
দুর্যোগে বেহাল আলিপুরদুয়ার, নদীভাঙনের শিকার বেশকিছু এলাকা

ওয়েব ডেস্ক: দুর্যোগে বেহাল আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। কয়েকদিনের একটানা বৃষ্টিতে গুয়ানগর গ্রামপঞ্চায়েত এলাকার মালসাগাঁও, প্রমোদনগর গ্রামে বেশকিছু বাড়ি ইতিমদ্যেই ডুডুয়া নদীর গ্রাসে চলে গিয়েছে। বহু মানুষ ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। প্রবল বৃষ্টিতে এই পাহারিয়া নদীর জলচ্ছাস বেড়ে যাওয়ায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন-চার বছর ধরে ভাঙনে ৭০ থেকে ৮০ বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে। এবারও নদীভাঙনের শিকার বেশকিছু এলাকা। দ্রুত নদীতে বাঁধ দেওয়া না হলে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এঅবস্থায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

 

.