Sheikh Hasina: ভিসার মেয়াদ বাড়িয়ে স্পষ্ট বার্তা ভারতের, হাসিনাকে নিয়ে ঢোঁক গিলছে বদলের বাংলাদেশ!
Sheikh Hasina Visa: গতকালই বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে ইউনূস সরকার। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল নয়াদিল্লি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ সাফ জানালেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবারই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে ইউনূস সরকার। একদিন যেতে না যেতেই ভারতে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছেন খোদ মোদী। এনিয়ে বুধবার সংবাদমাধ্যমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, 'এ নিয়ে বাংলাদেশের কিছু করার নেই।'
গতকালই বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়, জুলাই আন্দোলন থামাতে হত্যাকাণ্ড ও গুম খুনের অভিযোগে মোট ৯৭ জন্য পাসপোর্ট বাতিল করল বাংলাদেশ সরকার। গুম খুনে জড়িত থাকার অভিযোগ ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি থাকলেও তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত শুধু ভারতে তার অবস্থান সহজ করার জন্যই নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল নয়াদিল্লি। বার্তা অত্যন্ত স্পষ্ট, কোনও মূল্যেই প্রত্যার্পণ করা হবে না দেশত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।
প্রসঙ্গত, গত অগাস্ট মাসে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপরপরই শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। তার পর থেকে হাসিনার বিরুদ্ধে একশোরও বেশি মামলা হয়েছে। এর মধ্যে বহু খুনের মামলা রয়েছে। সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছে গুম খুনের মামলা।
নতুন সরকার ক্ষমতায় আসার পর গুম খুনের বিষয়টি সামনে চলে আসে। পাশাপাশি জানতে পারা যায় 'আয়না ঘর'-এর বিষয়টি। সরকারের পক্ষে দাবি করা হচ্ছে, জোর করে কাউকে তুলে নিয়ে গিয়ে ৮ বছর পর্যন্ত গোপন আস্তানায় বন্দি করে রাখা হত। কাউকে হত্যার পর ব্যাগ বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। কখনও লাশ ফেলে রাখা হত রেললাইনে। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)