এসডিপিও অফিসের সামনে শ্লীলতাহানির অভিযোগ

বারুইপুরের এসডিপিও অফিসের একেবারে সামনে শ্লীলতাহানির অভিযোগ উঠল। গতকাল সন্ধেয় গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, আচমকাই তাঁর পথ আটকে দাঁড়ায় প্রতিবেশী সমর দাস। সুবুদ্ধিপুর গাজিপাড়ার বাসিন্দা ওই ছাত্রীকে মারধরের পাশাপাশি সমর দাস তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় বলে অভিযোগ।

Updated By: Oct 27, 2012, 01:21 PM IST

বারুইপুরের এসডিপিও অফিসের একেবারে সামনে শ্লীলতাহানির অভিযোগ উঠল। গতকাল সন্ধেয় গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। অভিযোগ, আচমকাই তাঁর পথ আটকে দাঁড়ায় প্রতিবেশী সমর দাস। সুবুদ্ধিপুর গাজিপাড়ার বাসিন্দা ওই ছাত্রীকে মারধরের পাশাপাশি সমর দাস তাঁর মোবাইল ফোন কেড়ে নেয় বলে অভিযোগ।
ছাত্রীটির চিত্‍কারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় সমর দাস। প্রাথমিকভাবে মাকে সঙ্গে নিয়ে বারুইপুর থানায় গিয়ে বিষয়টি জানান ওই ছাত্রী। রাতে লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরই সমর দাসকে গ্রেফতার করে পুলিস। সমর দাসের বিরুদ্ধে এর আগেও এধরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভরসন্ধ্যায়, খোদ এসডিপিও অফিসের সামনে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় রাজ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  

.