সাইবার ক্রাইম আটকাতে আসছে মোবাইল অ্যাপ
সাইবার ক্রাইম মোকাবিলায় এবার অ্যাপ আনছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিস। কীরকম হতে চলেছে এই অ্যাপ? আসুন দেখে নেওয়া যাক।
ওয়েব ডেস্ক: সাইবার ক্রাইম মোকাবিলায় এবার অ্যাপ আনছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিস। কীরকম হতে চলেছে এই অ্যাপ? আসুন দেখে নেওয়া যাক।
ইমেলের মাধ্যমে প্রতারণা। কিংবা ফেসবুক-ট্যুইটার হ্যাক। ইন্টারনেটে অপরাধের জাল। অনেক ক্ষেত্রেই অভিযোগ জমা পড়ে দেরিতে। ফলে আসল অপরাধীকে খুঁজে বের করতে অনেকটা সময় লেগে যায় পুলিসের। সমাধান পেতে মোবাইল অ্যার তৈরির ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিস। পুলিসের প্রাথমিক ভাবনা অনুযায়ী,
অ্যাপের অ্যাডিমিনিস্ট্রেটর হিসেবে থাকবে জেলা পুলিসের আওতাভূক্ত থানাগুলি। সুপার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যুক্ত করা হবে সাইবার সেলকে। আগে থেকেই মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি রেজিস্ট্রার করতে হবে নিজের নাম ও ই-মেল দিয়ে। কেউ সাইবার অপরাধের শিকার হলে তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে লিখিত অভিযোগ জানাতে পারবেন। এক যোগে অভিযোগ পৌছে যাবে থানা এবং সাইবার সেলের আধিকারিকদের কাছে। অ্যাপ মারফত অভিযোগ জানানোর পরই অভিযোগকারীকে এসএমএস এবং ইমেলে দেওয়া হবে একটি টোকেন নম্বর। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে দিতে পারবে পুলিস পরে অভিযোগকারীকে থানা বা সাইবার সেলে জমা দিতে হবে অভিযোগের স্বপক্ষে নথি, নিজের পরিচয়পত্র ইত্যাদি
জেলা পুলিস কর্তাদের মতে, এতে অনেকটাই আটকানো যাবে সাইবার অপরাধ। বিশেষ করে ব্যাঙ্ক জালিয়াতির মতো ঘটনা আটকানো যাবে। জেলা পুলিস সূত্রে খবর, খুব শীঘ্রই অ্যাপ চালু করে ফেলতে পারবেন তাঁরা।