কোন কেন্দ্র থেকে লড়ছেন কোন মন্ত্রী, মূল প্রতিপক্ষ কে

কোন কেন্দ্র থেকে লড়ছেন কোন মন্ত্রী। তাঁদের মূল লড়াই-ই বা কাদের বিরুদ্ধে দেখে নেব একনজরে-

Updated By: Apr 9, 2016, 06:38 PM IST
কোন কেন্দ্র থেকে লড়ছেন কোন মন্ত্রী, মূল প্রতিপক্ষ কে

ওয়েব ডেস্ক : কোন কেন্দ্র থেকে লড়ছেন কোন মন্ত্রী। তাঁদের মূল লড়াই-ই বা কাদের বিরুদ্ধে দেখে নেব একনজরে-

মমতা ব্যানার্জি (মুখ্যমন্ত্রী)- কেন্দ্র ভবানীপুর। মূল প্রতিপক্ষ দীপা দাশমুন্সি। লড়াইয়ে আছেন চন্দ্র বোসও। 

পার্থ চ্যাটার্জি (শিক্ষামন্ত্রী)- কেন্দ্র বেহালা পশ্চিম। মূল প্রতিপক্ষ কৌস্তভ ব্যানার্জি।

অমিত মিত্র (অর্থমন্ত্রী)- কেন্দ্র খড়দহ। মূল প্রতিপক্ষ প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত।

ফিরহাদ হাকিম (পুর ও নগরোন্নয়ন মন্ত্রী)- কেন্দ্র কলকাতা বন্দর। কংগ্রেসের রাকেশ সিং মূল প্রতিদ্বন্দ্বী।

সুব্রত মুখার্জি (পঞ্চায়েত মন্ত্রী)- কেন্দ্র বালিগঞ্জ। মূল প্রতিদ্বন্দ্বী কৃষ্ণা দেবনাথ।

আব্দুল করিম চৌধুরী (গ্রন্থাগার মন্ত্রী)- কেন্দ্র ইসলামপুর। এই কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি। প্রতিপক্ষ হিসেবে রয়েছে বাম, কংগ্রেস, বিজেপি ও নির্দল প্রার্থী।

সাধন পান্ডে (ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী)- কেন্দ্র মানিকতলা। লড়াই বাম প্রার্থী রাজীব মজুমদারের সঙ্গে।

উপেন্দ্রনাথ বিশ্বাস (অনগ্রসর মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র বাগদা। প্রতিপক্ষ কংগ্রেসের দুলাল বার।

সাবিত্রী মিত্র (পুনর্বাসন ও পুনর্বণ্টন মন্ত্রী)- কেন্দ্র মানিকচক। মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মোত্তাকিন আলম।

জ্যোতিপ্রিয় মল্লিক (খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী)- কেন্দ্র হাবড়া। লড়াই বামপ্রার্থী আশিষকান্ত মুখার্জির সঙ্গে।

শান্তিরাম মাহাতো (স্বনির্ভর মন্ত্রী)- লড়ছেন বলরামপুর থেকে। লড়াই কংগ্রেসের জগদীশ মাহাত-র সঙ্গে।

হায়দার আজিজ সফি (কারাগার মন্ত্রী)- লড়ছেন উলুবেড়িয়া পূর্ব থেকে। লড়াই জোটপ্রার্থী সিপিআইএমের সাবিরুদ্দিন মোল্লার সঙ্গে।

পূর্ণেন্দু বসু (শ্রমমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র রাজারহাট-গোপালপুর। মূল প্রতিপক্ষ বামেদের নেপালদেব ভট্টাচার্য।

ব্রাত্য বসু (পর্যটন মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র দমদম। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী বামেদের পলাশ দাস।

রচপাল সিং (পরিকল্পনা মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র তারকেশ্বর। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী বামেদের রাজেন্দ্র শর্মা।

বিনয়কৃষ্ণ বর্মণ (বনমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র মাথাভাঙা। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী খগেন বর্মণ।

গৌতম দেব (উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়ি। মূল প্রতিপক্ষ বামেদের দিলীপ সিং।

শঙ্কর চক্রবর্তী (পূর্তমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র বালুরঘাট। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী বিশ্বনাথ চৌধুরী।

সুদর্শন ঘোষদস্তিদার (পরিবেশ মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র মহিষাদল। মূল প্রতিপক্ষ জোট সমর্থিত নির্দলপ্রার্থী ড. সুব্রত মাইতি।

উজ্জ্বল বিশ্বাস (প্রযুক্তি শিক্ষামন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ। মূল প্রতিপক্ষ বামেদের মেঘলাল শেখ।

শ্যামপ্রসাদ মুখার্জি (বস্ত্রমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র বিষ্ণুপুর। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী কংগ্রেসের তুষারকান্তি ভট্টাচার্য।

সোমেন মহাপাত্র (জলসম্পদ উন্নয়ন মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র পিংলা। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী প্রবোধ চন্দ্র সিনহা।

অরূপ রায় (কৃষি বিপণন মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র হাওড়া মধ্য। মূল প্রতিপক্ষ বামেদের অমিতাভ দত্ত।

অরূপ বিশ্বাস (যুবকল্যাণ মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জ । মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী সিপিআইএমের মধুজা সেন রায়।

মলয় ঘটক (কৃষিমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র আসানসোল উত্তর। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী কংগ্রেসের ইন্দ্রাণী মিশ্র।

চন্দ্রনাথ সিংহ (ফিশারি মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র বোলপুর। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী তপন হোড়।

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (উদ্যানপালন মন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র ইংরেজবাজার। মূল প্রতিপক্ষ বামেদের নীহার ঘোষ।

রাজীব ব্যানার্জি (সেচমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র ডোমজুড়। মূল প্রতিপক্ষ জোট সমর্থিত নির্দল প্রার্থী প্রতিমা দত্ত।

চন্দ্রিমা ভট্টাচার্য (আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র দমদম উত্তর। মূল প্রতিপক্ষ বামেদের তন্ময় ভট্টাচার্য।

মন্টুরাম পাখিরা (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সুন্দরবন উন্নয়নমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র কাকদ্বীপ। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী রফিক উদ্দিন মোল্লা।

পুণ্ডরীক্ষ সাহা (জনস্বাস্থ্য কারিগরী প্রতিমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র নবদ্বীপ। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী বামেদের সুমিত বিশ্বাস।

গিয়াসউদ্দিন মোল্লা (সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র মগরাহাট পশ্চিম। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী কংগ্রেসের খালিদ আবদুল্লা।

শশী পাঁজা (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র শ্যামপুকুর। মূল প্রতিপক্ষ জোটপ্রার্থী কেশব ভট্টাচার্য (RJD)।

আশিষ ব্যানার্জি (আয়ুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী)- নির্বাচনী কেন্দ্র রামপুরহাট। প্রতিপক্ষ বামেদের মহম্মদ হান্নান, কংগ্রেসের সইদ সিরাজ জিম্মি, বিজেপির দুধকুমার মণ্ডল।

জাভেদ খান (দমকল মন্ত্রী)- কেন্দ্র কসবা। বাম প্রার্থী শতরূপ ঘোষ মূল প্রতিদ্বন্দ্বী।

রবিরঞ্জন চট্টোপাধ্যায়( বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী)- কেন্দ্র বর্ধমান দক্ষিণ। মূল প্রতিপক্ষ সিপিআইএম-এর আইনুল হক।

সুকুমার হাঁসদা (পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী)- কেন্দ্র ঝাড়গ্রাম। লড়াই কংগ্রেসের সুব্রত ভট্টাচার্যের সঙ্গে।

মণীশ গুপ্ত (বিদ্যুতমন্ত্রী)- এবারেও লড়ছেন যাদবপুর থেকে। তাঁর বিরুদ্ধে বামপ্রার্থী সুজন চক্রবর্তী।

মদন মিত্র (প্রাক্তন ক্রীড়া ও পরিবহন মন্ত্রী)- এবারেও লড়ছেন কামারহাটি থেকে। তাঁর বিরুদ্ধে প্রার্থী CPI(M)-এর মানস মুখার্জি।

.