আরাবুলের সঙ্গে বৈঠকে ভাঙর থানার নতুন ওসি

ভাঙড়কাণ্ডের জেরে ছুটিতে গেলেন কাশীপুর থানার ওসি সুভাষ ঘোষ। তাঁর জায়গায় দায়িত্ব নিলেন রায়দিঘি থানার ওসি বিশ্বজিত্‍ ঘোষ। তবে দায়িত্ব নিয়েই বিতর্কে জড়ালেন তিনি। থানায় বসেই নতুন ওসি বৈঠক করলেন আরাবুল ইসলামের সঙ্গে।

Updated By: Jan 22, 2017, 01:04 PM IST
আরাবুলের সঙ্গে বৈঠকে ভাঙর থানার নতুন ওসি

ওয়েব ডেস্ক: ভাঙড়কাণ্ডের জেরে ছুটিতে গেলেন কাশীপুর থানার ওসি সুভাষ ঘোষ। তাঁর জায়গায় দায়িত্ব নিলেন রায়দিঘি থানার ওসি বিশ্বজিত্‍ ঘোষ। তবে দায়িত্ব নিয়েই বিতর্কে জড়ালেন তিনি। থানায় বসেই নতুন ওসি বৈঠক করলেন আরাবুল ইসলামের সঙ্গে।

গ্রামবাসীদের অভিযোগ, যে আরাবুল ইসলামকে নিয়ে এত বিতর্ক কেন তাঁর সঙ্গে বৈঠক করলেন ওসি। আরাবুল নিজে অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ভাঙড়কাণ্ডের সব দায় চাপিয়েছেন বিরোধীদের ওপর।

আরও পড়ুন- ক্লাস নাইনের ছাত্রীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

এদিকে, গতকাল তৃণমূল ভবনে মুকুল রায়ের সঙ্গে গ্রামবাসীদের বৈঠকে বরফ গলেছে বলে খবর তৃণমূল সূত্রে। যদিও গ্রামবাসীদের একাংশ এখনও আন্দোলনে অনড়। অন্যদিকে, CPM রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, ভাঙড়ের আন্দোলন চলবে।

আরও পড়ুন-মা ও মেয়েকে মারধর, পুড়ল গাড়ি

.