মেডিকেল কাউন্সিলকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ সুপ্রিম কোর্টের

হলদিয়ায় লক্ষ্মণ শেঠের আই কেয়ার হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অভিযোগ, আই কেয়ারের একই বাড়িতে দুটি হাসপাতাল চালানো হয়।

Updated By: Oct 12, 2011, 07:10 PM IST

হলদিয়ায় লক্ষ্মণ শেঠের আই কেয়ার হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অভিযোগ, আই কেয়ারের একই বাড়িতে দুটি হাসপাতাল চালানো হয়। এ ব্যাপারেই মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এই হাসপাতালের অধিকর্তা লক্ষ্মণ শেঠ। এই অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াকে এ নিয়ে একটি রিপোর্ট জমা দিতে বলে দেশের শীর্ষ আদালত। সেই রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এক্ষেত্রে কাউন্সিল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস দিতে পারে। এমনকী কলেজের অনুমোদনও বাতিল হতে পারে। তবে যে কোনও পদক্ষেপই নেওয়া হোক না ছাত্রছাত্রীদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়টিতে নজর দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

.