বাঁকুড়ায় উদ্ধার মাওবাদী পোস্টার-ব্যানার

জঙ্গলমহলে কি ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা? রবিবার, বাঁকুড়ার বারিকুলে মাওবাদীদের নামে প্রচুর পোস্টার মেলায় সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন। 

Updated By: Jul 26, 2015, 08:14 PM IST
বাঁকুড়ায় উদ্ধার মাওবাদী পোস্টার-ব্যানার

ওয়েব ডেস্ক: জঙ্গলমহলে কি ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা? রবিবার, বাঁকুড়ার বারিকুলে মাওবাদীদের নামে প্রচুর পোস্টার মেলায় সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন। 

মাওবাদী নেতা কিষেণজির মৃত্যুর পর গত চার বছরে জঙ্গলমহলে কোনও নাশকতা হয়নি। কিন্তু, মাওবাদীরা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে গোয়েন্দাদের কাছে খবর রয়েছে। রবিবার বাঁকুড়ার বারিকুলের মণ্ডলডিহা, ছেন্দাপাথর, শুশুনিয়া, রসপাল, ঝিলিমিলিতে মাওবাদীদের নামে লেখা প্রচুর পোস্টার-ব্যানার উদ্ধার হয়েছে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিস গিয়ে সেগুলি ছিঁড়ে দেয়। জঙ্গলমহলে মাওবাদীদের অস্তিত্ব যে আছে তা স্বীকার করে নিচ্ছেন শাসকদলের নেতারা কর্মীরাও।

.