মাও-যৌথবাহিনী সংঘর্ষ
মাওবাদী-যৌথবাহিনী গুলির লড়াইয়ে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর এলাকা। তিনটি থ্রি-নট-থ্রি রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ৯টি ব্যাগ ও বেশ কয়েকটি সিডি উদ্ধার করেছে যৌথবাহিনী।
মাওবাদী-যৌথবাহিনী গুলির লড়াইয়ে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর এলাকা। তিনটি থ্রি-নট-থ্রি রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ৯টি ব্যাগ ও বেশ কয়েকটি সিডি উদ্ধার করেছে যৌথবাহিনী। এছাড়াও প্রচুর ডিটোনেটর, মাইন বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত তার, মোবাইল ফোন, রেডিও, অ্যান্টেনা পেয়েছে যৌথবাহিনী। বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
ওড়িশা সীমান্তের কাছে শুক্রবার ভোররাত থেকে অভিযান শুরু করে যৌথবাহিনী। সিআরপিএফ, সিআইএফ কোবরাবাহিনী ও জেলা পুলিস যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। বেশকিছুদিন যাবত্ মাওবাদীদের একটি বড় দল ওই এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছে বলে খবর ছিল যৌথবাহিনীর কাছে। তার প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।