সুন্দরবনে ভাঙন পরিদর্শনে মুখ্যমন্ত্রী

বুধবারও সুন্দরবনে আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা এবং নদীবাঁধ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা সোয়া এগারোটা নাগাদ সজনেখালির গেস্ট হাউজ থেকে বেরিয়ে পাখিরালয়ে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Feb 1, 2012, 06:35 PM IST

বুধবারও সুন্দরবনে আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা এবং নদীবাঁধ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা সোয়া এগারোটা নাগাদ সজনেখালির গেস্ট হাউজ থেকে বেরিয়ে পাখিরালয়ে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কম্বল বিতরণ করেন। গোসাবার পাখিরালয় থেকে ছোটমোল্লাখালি, সাতজেলিয়া, মরিচঝাঁপি হয়ে সোনাখালিতে পৌঁছন তিনি। সেখান থেকেই সড়কপথে কলকাতার উদ্দেশে রওনা দেন।
আয়লা বিধ্বস্ত এলাকার পুনর্গঠনে তৃণমূল পরিচালিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের ব্যর্থতার কথা মঙ্গলবারই কার্যত স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এদিন নদীবাঁধ ভাঙন পরিদর্শন করবেন তিনি। সজনেখালির বন দফতরের গেস্ট হাউস থেকে বেলা এগারোটায় নদীপথে রওনা হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী
ছিলেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, দক্ষিণ ২৪ পরগনার পুলিস
সুপার লক্ষ্মীনারায়ণ মিনা , জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম।  

.