Karate Championship: ১৫-১৬ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ২৬তম পশ্চিমবঙ্গ রাজ্য সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ!
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত একমাত্র প্রকৃত ক্যারাটে সংস্থা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (কেএবি) সফলভাবে আয়োজন করল ২৬তম পশ্চিমবঙ্গ রাজ্য সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, প্রথম দলীয় কুমিতে এবং ভেটেরান্স ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত একমাত্র প্রকৃত ক্যারাটে সংস্থা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (কেএবি) সফলভাবে আয়োজন করল ২৬তম পশ্চিমবঙ্গ রাজ্য সাব-জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, প্রথম দলীয় কুমিতে এবং ভেটেরান্স ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই বিশাল আয়োজনটি ১৫ ও ১৬ই নভেম্বর, ২০২৪ তারিখে খুদিরামের অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এই মহতী প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫০০-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। তারা দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্যের চমৎকার প্রদর্শন করেন। ভেটেরান্স বিভাগ এবং দলীয় কুমিতে প্রতিযোগিতার সূচনা চ্যাম্পিয়নশিপের এক নতুন অধ্যায় রচনা করেছে। এটি সিনিয়র ক্যারাটে প্রেমীদের অনুপ্রাণিত করেছে এবং দলের সহযোগিতামূলক চেতনা তুলে ধরেছে।
১৫ই নভেম্বর এই গ্র্যান্ড ইভেন্টের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী স্বপন বন্দ্যোপাধ্যায় এবং ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হনশি প্রেমজিত সেন। তাঁদের উপস্থিতি এই চ্যাম্পিয়নশিপকে রাজ্যজুড়ে ক্যারাটে খেলার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরে।
হনশি প্রেমজিত সেনের দূরদর্শী নেতৃত্বে কেএবি বাইরের কোনও আর্থিক সহায়তার উপর নির্ভর না করেই ক্যারাটে প্রতিভা লালনপালনের মিশন চালিয়ে যাচ্ছে। তাদের এই আদর্শ অনুসারে কেএবি পশ্চিমবঙ্গের কারাতে অ্যাথলিট এবং রেফারিদের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সমস্ত ব্যয়ভার বহন করেছে, যা খেলাটির সার্বিক উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকারকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে।
ইভেন্টের সফলতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হনশি প্রেমজিত সেন বলেন, 'ক্যারাটে কেবল একটি খেলা নয়; এটি একটি জীবনযাত্রার অংশ। এই প্রতিযোগিতা সমস্ত ক্যারাটেকার দৃঢ়তা ও সংকল্পের সাক্ষী। ভেটেরান্স বিভাগ যুক্ত করা আমাদের জন্য একটি বড় পদক্ষেপ, কারণ এটি প্রমাণ করে যে ক্যারাটে শেখার কোনও বয়সসীমা নেই। আমরা এই শিল্পের প্রতি অবিচল আবেগ দেখে গর্বিত।'
এই চ্যাম্পিয়নশিপ দক্ষতা ও শৃঙ্খলার এক অসাধারণ প্রদর্শনের মাধ্যমে সমাপ্ত হয়। বহু তরুণ কারাতেকা তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রশংসা অর্জন করেন। দলীয় কুমিতে ইভেন্ট বিশেষভাবে প্রশংসিত হয়, যা প্রতিযোগিতামূলক ক্যারাটে-র ক্ষেত্রে দলীয় কৌশল ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।
ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ভবিষ্যতেও এ ধরনের আরও ইভেন্ট আয়োজন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে খেলাটিকে আরও প্রসারিত এবং নতুন প্রজন্মের ক্যারাটেকাদের অনুপ্রাণিত করা যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)