টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেও এবার হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর
কলেজে TMCP-র গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেও এবার হস্তক্ষেপ করতে হল মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইসলামপুর কলেজের গর্ভনিং বডি থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল নেতা করিম চৌধুরীকে। যদিও বৃহস্পতিবারের অশান্তির পর শুক্রবার গর্ভনিং বাডির বৈঠকে হাজির ছিলেন করিম চৌধুরী।
ওয়েব ডেস্ক: কলেজে TMCP-র গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেও এবার হস্তক্ষেপ করতে হল মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইসলামপুর কলেজের গর্ভনিং বডি থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল নেতা করিম চৌধুরীকে। যদিও বৃহস্পতিবারের অশান্তির পর শুক্রবার গর্ভনিং বাডির বৈঠকে হাজির ছিলেন করিম চৌধুরী।
বৃহস্পতিবারের অশান্তির পর শুক্রবার কলেজ সম্পূর্ণ শান্ত। ছাত্রছাত্রীরা এসেছেন, তবে সংখ্যায় কম। এদিকে কলেজে বার্ষিক ফর্ম ফিল আপের শেষ দিন তেরোই ফেব্রুয়ারি। অধিকাংশেরই ফর্ম ফিলাপ হয়নি। এই অবস্থায় আতঙ্কের মধ্যেই কলেজে এসেছেন অনেকে। তবে গেটে রয়েছে পুলিসি পাহারা।
আরও পড়ুন- গুলি করে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা মুর্শিদাবাদের বড়ঞায়
বৃহস্পতিবার ছাত্রভোট ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষে এলোপাথাড়ি ইটবৃষ্টি হয়। ভাঙচুর হয় পুলিসের গাড়ি। আহত হন কয়েকজন পুলিসকর্মী। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিস। অভিযোগ,তৃণমূল বিধায়ক কানাইয়া আগরওয়াল ও তৃণমূলের প্রভাবশালী নেতা করিম চৌধুরী অনুগামীদের মধ্যে সংঘর্ষেই ধুন্ধুমার বাধে কলেজে। ঘটনার পর শুক্রবার কলেজ পরিচালন সমিতির সদস্য করিম চৌধুরীর উপস্থিতিতে পরিচালন সমিতির বৈঠক হয়। যদিও তার আগেই কলেজ পরিচালন সমিতি থেকে করিম চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়।