শহরে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ার স্কুলগুলিতে তাই অঘোষিত ছুটি

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীদের থাকার ব্যবস্থা স্কুলবাড়িতে। তাই পুরুলিয়া শহর এবং শহর সংলগ্ন স্কুলে বৃহস্পতিবার অঘোষিত ছুটিই থাকল। মুখ্যমন্ত্রী এসেছেন, তাই স্কুল হবে না। সকল পড়ুয়ার মুখে একই কথা।

Updated By: Jul 31, 2014, 03:49 PM IST
শহরে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ার স্কুলগুলিতে তাই অঘোষিত ছুটি

পুরুলিয়া: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীদের থাকার ব্যবস্থা স্কুলবাড়িতে। তাই পুরুলিয়া শহর এবং শহর সংলগ্ন স্কুলে বৃহস্পতিবার অঘোষিত ছুটিই থাকল। মুখ্যমন্ত্রী এসেছেন, তাই স্কুল হবে না। সকল পড়ুয়ার মুখে একই কথা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তিন হাজার পুলিসকর্মী হাজির পুরুলিয়ায়। বুধবার রাত থেকে তাঁদেরই থাকার ব্যবস্থা পুরুলিয়া শহর এবং শহর সংলগ্ন স্কুল বাড়িগুলিতে। পুলিসের দখলে স্কুল। তাই বৃহস্পতিবার অঘোষিত ছুটির মেজাজ স্কুলগুলিতে। পড়াশোনা তো হলই না,  এমনকি অনেক স্কুলে চলছে মাধ্যমিকের রেজিস্ট্রেশনের কাজ, তাও হল না।পড়ুয়াদের মতো ফিরে গেলেন শিক্ষকরাও। অন্য দিনের মত বন্ধ থাকল স্কুলের প্রশাসনিক কাজও। কারণ, মুখ্যমন্ত্রী এসেছেন পুরুলিয়ায়।

 

.