ফের মমতা-বাবুলের দিদি-ভাই ইক্যুয়েশন, উপরতলায় কি তবে গেরুয়া-সবুজের মিশেল? চলছে জল্পনা

এ যেন টক-ঝাল-মিষ্টি সম্পর্ক। ভোটের আগে টক। ভোটের পরে একগাড়িতে ঝালমুড়ি ম্যাজিক। তারপরেই দিদি-ভাই সম্পর্কের সূচনা। ইএসআই বিতর্কেও চিঠিতে দিদি মমতা-ভাই বাবুলের মজবুত জোড় প্রকাশ্যে। বিরোধীদের প্রশ্ন, আসন্ন বিধানসভা ভোটেও কী ওপরতলায় গেরুয়া-সবুজের এই মিষ্টি সম্পর্কের ছোঁয়াই দেখবে বাংলা?

Updated By: Aug 25, 2015, 11:21 AM IST
ফের মমতা-বাবুলের দিদি-ভাই ইক্যুয়েশন, উপরতলায় কি তবে গেরুয়া-সবুজের মিশেল? চলছে জল্পনা

ব্যুরো: এ যেন টক-ঝাল-মিষ্টি সম্পর্ক। ভোটের আগে টক। ভোটের পরে একগাড়িতে ঝালমুড়ি ম্যাজিক। তারপরেই দিদি-ভাই সম্পর্কের সূচনা। ইএসআই বিতর্কেও চিঠিতে দিদি মমতা-ভাই বাবুলের মজবুত জোড় প্রকাশ্যে। বিরোধীদের প্রশ্ন, আসন্ন বিধানসভা ভোটেও কী ওপরতলায় গেরুয়া-সবুজের এই মিষ্টি সম্পর্কের ছোঁয়াই দেখবে বাংলা?

টক

পুরনির্বাচনের ঠিক আগে। তখন একেবারে আদায় কাঁচকলায়। ভোটযুদ্ধের লড়াইয়ে  ক্ষোভ উগরে দিচ্ছেন ডাকাবুকো বাবুল।

ঝাল

ভোট গেছে। আসানসোলের সাংসদ হয়েছেন বাবুল। পেটে পড়েছে দিদির ঝালমুড়ি।

তারপর থেকেই নিন্দুকের প্রচার, গেরুয়া-সবুজ আকাশে টক-টক গন্ধ নাকি উধাও। ওপর মহলে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তৃণমূল। দিল্লি সফরে গিয়ে বেশকয়েকবার মোদীজির সঙ্গে একান্তে বৈঠকও করেছেন তৃণমূল নেত্রী। মোদী-মমতা সখ্য নিয়ে আড়ালে আবডালে আলোচনাও হয়েছে বিস্তর। সবুজ শিবিরের বিরুদ্ধে বাছা বাছা তোপ দেগেছে বিরোধী শিবির। তবু রহস্য থেকেই গেছে। ভাই বাবুলের প্রতি দিদি মমতা যেন বরাবরই একটু স্নেহপ্রবণ। সেই স্নেহের ছোঁয়াই আবার ধরা পড়েছে আসানসোলের ইএসআই হাসপাতালের সম্প্রসারণে ভাই বাবুলকে লেখা দিদির চিঠিতে। চিঠিতে বাবুল সুপ্রিয়কে প্রিয় বাবুল বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।  ধন্যবাদ চিঠিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানীয় প্রিয় দিদি বলে উল্লেখ করেন বাবুল সুপ্রিয়।

আর এখানেই ফের প্রশ্নবানে সক্রিয় বিরোধীরা। তবে কী তলে তলে দিদি ভাইয়ের ঝালমুড়ি সম্পর্কের রেশই কী রয়ে গেছে? দুহাজার যোলোর বিধানসভা নির্বাচনেও কী এই ঝালমুড়ির ঝাঁঝই দেখবে রাজ্য-রাজনীতি? প্রশ্ন তুলছেন বিরোধীরাই।

 

.