সাত্তোরকাণ্ডে প্রত্যাহার মূল অভিযুক্ত তত্কালীন ওসি কার্তিকমোহন ঘোষের সাসপেনশন অর্ডার
সাত্তোরকাণ্ডে ফের প্রশ্নের মুখে বীরভূম পুলিসের ভূমিকা। প্রত্যাহার করে নেওয়া হল মূল অভিযুক্ত তত্কালীন পাড়ুই থানার ওসি কার্তিকমোহন ঘোষের সাসপেনশন অর্ডার। পুলিস সূত্রে খবর, বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগের সত্যতা মেলেনি। তাই চোদ্দ অগাস্ট তাঁর সাসপেনশন অর্ডার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও এনিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত ওসি।
ওয়েব ডেস্ক: সাত্তোরকাণ্ডে ফের প্রশ্নের মুখে বীরভূম পুলিসের ভূমিকা। প্রত্যাহার করে নেওয়া হল মূল অভিযুক্ত তত্কালীন পাড়ুই থানার ওসি কার্তিকমোহন ঘোষের সাসপেনশন অর্ডার। পুলিস সূত্রে খবর, বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগের সত্যতা মেলেনি। তাই চোদ্দ অগাস্ট তাঁর সাসপেনশন অর্ডার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যদিও এনিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত ওসি।
তাঁর বক্তব্য এখনও এমন কোনও চিঠি পাননি তিনি। তবে, কার্তিকমোহন ঘোষ যে বেশকিছুদিন ধরে সিউড়ি পুলিস লাইনে কাজ করছেন তা স্বীকার করে নিয়েছেন পুলিসেরই একাংশ। অন্যদিকে, আদালতে সাক্ষী দিতে না আসায় আজ সাত্তোর কাণ্ডে নির্যাতিতার স্বামীর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সিউড়ি আদালত।