নয়া বন্ধুত্বের গন্ধে ম-ম আসানসোলের মঞ্চে, সুর মিলিয়ে একতার বার্তা

নব বন্ধুত্বের গন্ধে আক্ষরিক অর্থেই ম-ম করল আসানসোলের মঞ্চ। এক  ম-এ মোদী। আর এক ম-এ মমতা। রাজনৈতিক শত্রুতার পর্ব পেরিয়ে, একসুরে বাজলেন দুজনেই। দুজনেরই বার্তা-- রাজনীতির ওপরে উঠে জোর দিতে হবে কেন্দ্র-রাজ্য সহযোগিতায়।

Updated By: May 10, 2015, 09:01 PM IST
নয়া বন্ধুত্বের গন্ধে ম-ম আসানসোলের মঞ্চে, সুর মিলিয়ে একতার বার্তা

ব্যুরো: নব বন্ধুত্বের গন্ধে আক্ষরিক অর্থেই ম-ম করল আসানসোলের মঞ্চ। এক  ম-এ মোদী। আর এক ম-এ মমতা। রাজনৈতিক শত্রুতার পর্ব পেরিয়ে, একসুরে বাজলেন দুজনেই। দুজনেরই বার্তা-- রাজনীতির ওপরে উঠে জোর দিতে হবে কেন্দ্র-রাজ্য সহযোগিতায়।

ভাগাভাগি নয় এক সঙ্গে কাজ করতে হবে। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মুখ্যমন্ত্রীর কথা শুনছিলাম। উনি খুব সুন্দর বলছিলেন। মন্তব্য নরেন্দ্র মোদীর।

মিলে সুর মেরা তুমহারা। তো সুর বনে হামারা।

মিলিত সুরের সেই ঐক্যতানেরই সাক্ষী হল আসানসোল।

সুর যে মিলেছে,  দুজনের কেউই  তা বোঝাতে কসুর করলেন না।

লোকসভা ভোটের আগে থেকেই জোর জমে উঠেছিল মোদী, মমতার প্রকাশ্য দ্বৈরথ। ভোটের পরেও দুপক্ষের সংঘাত উঠেছিল চরমে। কিন্তু দিল্লিতে মোদী-মমতা বৈঠকের পরই শুরু হয়েছিল জল্পনা- সম্পর্ক কি এবার ঘুরছে? প্রধানমন্ত্রী হিসেবে মোদীর প্রথম রাজ্য সফরেই সেই নতুন সম্পর্কের বার্তাই যেন বেরিয়ে এল।

প্রধানমন্ত্রীর সফর শেষ হল। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী কী কাছাকাছি এলেন? আপাতত সেই জল্পনাটাই জোরদার হল রাজনৈতিক মহলে।

.