শিল্পে চলবে না 'জঙ্গি' রাজনীতি, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

শিল্প বন্ধ করে রাজনীতি নয়। সাফ বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার বড়জোরায় শিল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ইউনিয়নের নামে যেন কারখানার গেটে তালা না পড়ে।  শ্রমিকদের হাতে ভদ্রেশ্বরের নর্থব্রুক জুটমিলে সিইও খুনের পর শিল্পমহলের তরফে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দেওয়া হয়। শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। অবস্থা যে বদলায়নি, তা বোঝা গেছে তারপরের বেশ কিছু ঘটনায়। ইসিএলের জেকে নগর কোলিয়ারি, কখনও শ্যাম সেল, কখনও বা বর্ধমানের সুনীতি পেপার মিল। জঙ্গি শ্রমিক আন্দোলনের আর তোলা আদায়ে রীতিমতো জেরবার হয়েছেন শিল্পপতিরা। শিল্পক্ষেত্রে রাজ্যের ভাবমূর্তি যে তলানিতে ঠেকছে, তা আঁচ করতে পেরে মুখ্যমন্ত্রী আরও একবার সরব হলেন জঙ্গি শ্রমিক আন্দোলনের বিরুদ্ধেই।    

Updated By: Aug 1, 2014, 09:39 PM IST
শিল্পে চলবে না 'জঙ্গি' রাজনীতি, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়া: শিল্প বন্ধ করে রাজনীতি নয়। সাফ বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার বড়জোরায় শিল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ইউনিয়নের নামে যেন কারখানার গেটে তালা না পড়ে।  শ্রমিকদের হাতে ভদ্রেশ্বরের নর্থব্রুক জুটমিলে সিইও খুনের পর শিল্পমহলের তরফে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা দেওয়া হয়। শ্রমিক আন্দোলনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। অবস্থা যে বদলায়নি, তা বোঝা গেছে তারপরের বেশ কিছু ঘটনায়। ইসিএলের জেকে নগর কোলিয়ারি, কখনও শ্যাম সেল, কখনও বা বর্ধমানের সুনীতি পেপার মিল। জঙ্গি শ্রমিক আন্দোলনের আর তোলা আদায়ে রীতিমতো জেরবার হয়েছেন শিল্পপতিরা। শিল্পক্ষেত্রে রাজ্যের ভাবমূর্তি যে তলানিতে ঠেকছে, তা আঁচ করতে পেরে মুখ্যমন্ত্রী আরও একবার সরব হলেন জঙ্গি শ্রমিক আন্দোলনের বিরুদ্ধেই।    

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে শিল্পমহল। তাঁদের আশঙ্কা পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে এখনই রাশ টানতে না পারলে শিল্পে ছয়-সাত দশকের অচলাবস্থা ফিরে আসবে।  

মুখ্যমন্ত্রীর কথাকে কতটা গুরুত্ব দেবে শাসক দলের ট্রেড ইউনিয়ন, তা সময়ই বলবে। তবে রাজ্যের ভাবমূর্তি ফেরাতে রাজ্যের শিল্পক্ষেত্রে জঙ্গি ট্রেড ইউনিয়নের নিয়ন্ত্রণ যে দরকার, তা কিন্ত দিনের আলোর মতো স্পষ্ট।

 

.