ফের কাঠগড়ায় সালিশি সভা, এবার মালদার মানিকচকে

সুবিচারের আশায় গ্রামের সালিশি সভার দ্বারস্থ হয়েছিলেন মালদার মানিকচকের ওই মহিলা ও তাঁর স্বামী। মহিলার স্বামীর অভিযোগ, সালিশি সভায় বিচার তো মেলেইনি। উল্টে জুটেছে হুমকি , মারধর। এমনকি সালিশি সভায় মহিলার উদ্দেশে কটূক্তি করা হয় বলেও অভিযোগ। এরপরেই রাতে বাড়ি ফিরে অপমানে গায়ে আগুন দেন নির্যাতিতা। এমনটাই অভিযোগ মহিলার স্বামীর।

Updated By: Apr 3, 2014, 08:56 PM IST

ফের কাঠগ়ডায় সালিশি সভা। এবার মালদার মানিকচকে। সালিশি সভায় বিচার না পেয়েই আত্মঘাতী হতে হয়েছে তাঁর স্ত্রীকে। এমনই অভিযোগ করেছেন মৃতার স্বামী। বিচার না পাওয়ার জন্য স্থানীয় সিপিআইএম এবং কংগ্রেস নেতাদেরই কাঠগড়ায় তুলেছেন তিনি। একই অভিযোগ করেছেন সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্র। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর। দিনমজুর স্বামী বাড়িতে থাকতেন না। তাঁর অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে স্ত্রীকে ধর্ষণ করে স্থানীয় যুবক রবীন মণ্ডল। এমনই অভিযোগ মহিলার স্বামীর।

সুবিচারের আশায় গ্রামের সালিশি সভার দ্বারস্থ হয়েছিলেন মালদার মানিকচকের ওই মহিলা ও তাঁর স্বামী। মহিলার স্বামীর অভিযোগ, সালিশি সভায় বিচার তো মেলেইনি। উল্টে জুটেছে হুমকি , মারধর। এমনকি সালিশি সভায় মহিলার উদ্দেশে কটূক্তি করা হয় বলেও অভিযোগ। এরপরেই রাতে বাড়ি ফিরে অপমানে গায়ে আগুন দেন নির্যাতিতা। এমনটাই অভিযোগ মহিলার স্বামীর।

মঙ্গলবার রাতে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় মহিলাকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনায় সালিশি সভায় হাজির তিন সিপিআইএম ও এক কংগ্রেস কর্মীকেই কাঠগড়ায় তুলেছেন মহিলার স্বামী।

নির্যাতিতার স্বামী তাদের দলের কর্মী বলে দাবি করেছেন সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্র। তাঁর অভিযোগের তিরও সিপিআইএম ও কংগ্রেস কর্মীদের দিকেই। অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর।

অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হননি স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। ধর্ষণে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Tags:
.