মাখড়া কাণ্ডের অভিযুক্ত ১৯ জনের নাম উঠে এল ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে

মাখড়া জুড়ে মাস্কেটবাহিনীর বেপরোয়া তাণ্ডব। লাগামছাড়া সন্ত্রাসের বলি তিন। কিন্তু, কারা এই হামলাকারী?  ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এসেছে ১৯জনের নাম। গ্রামবাসীরা বলছেন, সকলেই শাসকদলের সদস্য।

Updated By: Oct 28, 2014, 08:12 PM IST

পাড়ুই : মাখড়া জুড়ে মাস্কেটবাহিনীর বেপরোয়া তাণ্ডব। লাগামছাড়া সন্ত্রাসের বলি তিন। কিন্তু, কারা এই হামলাকারী?  ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এসেছে ১৯জনের নাম। গ্রামবাসীরা বলছেন, সকলেই শাসকদলের সদস্য।

মাস্কেট বাহিনীর তাণ্ডব গুলিতে নিহত ৩. প্রশ্ন উঠেছে হামলাকারী কারা? রণক্ষেত্র মাখড়া। গ্রামজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মাস্কেটবাহিনী। হাতে মাস্কেটধারী এই  দুষ্কৃতীরা কারা? মাখড়া পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। তারপরও কেন হামলার অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে? গ্রামবাসীরা বলছেন, পরিস্থিতি বদল। লোকসভা ভোটের পর থেকে  গ্রামের বহু মানুষ ঘাসফুল ছেড়ে ঝুঁকেছেঁন পদ্মশিবিরের দিকে। আর সেটাই মানতে পারছে না শাসকদল। বেশ কদিন ধরেই চলছিল হুমকি।

যেমন পরিকল্পনা তেমন কাজ।  কিন্তু, শুধু বহিরাগতদের নিয়ে গ্রামের আনাচে কানাচে হামলা চালানো মুস্কিল। তাই সঙ্গে ছিলেন  গ্রামের তৃণমূল নেতা কর্মীরাও।কে কে ছিলেন সেই দলে? ২৪ ঘণ্টার অন্তর্তদন্তে উঠে এসেছে  ১৯জনের নাম।

হামলাকারী কারা? ইলামবাজারের ব্লক তৃণমূল সভাপতি জাফারুল ইসলামের নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতীরা শাল নদী পেরিয়ে কানপুর গ্রাম হয়ে মাখড়ায় পৌছয়। দুষ্কৃতীদের গ্রামে ঢোকানোর দায়িত্বে ছিল গ্রামেরই ১৯জন।

হামলাকারী ১
ফিরদৌস মোল্লা ওরফে পেন্টার
হামলার মূল পাণ্ডা,লাগাতার বোমাবাজি ও  তৌসিফ শেখকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত।

হামলাকারী ২
মণিরুল শেখ
গুলিবিদ্ধ তৌসিফকে প্রথমে মাটিতে আছাড় মারে মণিরুল।তারপর পেটে লাথি মারে। হামলার সময়  গ্রামের বাড়িঘর লক্ষ্য করে বোমা মারতে থাকে।

হামলাকারী ৩
পালুচন্দ্র বাউড়ি
পুরো সময়টা মাস্কেট হাতে গ্রামে দাপিয়ে বেড়ায়।

হামলাকারী ৪
আর্শাদ আলি শেখ
মাখড়া তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি হামলার পুরো সময়টাই বহিরাগতদের নেতৃত্বে ছিল

হামলাকারী ৫
ফজু মোল্লা ওরফে মাঝি মোল্লা
মাস্কেটবাহিনী তাণ্ডবের সময় ওই দলেই ছিলেন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ফজু মোল্লা

এঁরা ছাড়াও হামলাকারীদের দলে ছিল

মোতালিব শেখ
শেখ রমজান আলি
শেখ ফিরোজ আলি
নুরুল হক মণ্ডল
রবিউল মোল্লা
খায়রুল বাসার
হামিদ মোল্লা
সিরাজুল হক
মুশারফ শেখ
বেজারত শেখ
আশরফ আলি
জিয়ারফ আলি
ফিরোজ মোল্লা
ইশরাফিন মোল্লা

হামলার পর থেকে এঁরা সকলেই উধাও। একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিস।

.