খুনের অভিযুক্তকে প্রার্থী করল মোর্চা

২০১০-এর ২১ মে দার্জিলিংয়ে প্রকাশ্যে খুন হন গোর্খা লিগ নেতা মদন তামাং। আর সেই মদন তামাং হত্যাকাণ্ডে ধৃত এক অভিযুক্তকেই জিটিএ নির্বাচনে প্রার্থী করল গোর্খা জনমুক্তি মোর্চা।

Updated By: Jul 2, 2012, 11:41 PM IST

২০১০-এর ২১ মে দার্জিলিংয়ে প্রকাশ্যে খুন হন গোর্খা লিগ নেতা মদন তামাং। আর সেই মদন তামাং হত্যাকাণ্ডে ধৃত এক অভিযুক্তকেই জিটিএ নির্বাচনে প্রার্থী করল গোর্খা জনমুক্তি মোর্চা। মদন তামাং হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দীপেন মালেকে পোখরেবং-চামং সমষ্টি আসনে প্রার্থী করা হচ্ছে বলে জানান, মোর্চা সভাপতি বিমল গুরুং। দার্জিলিং জিমখানা ক্লাবে দলীয় সভার শেষে এই ঘোষণা করেন গুরুং।  
মদন তামাং হত্যাকাণ্ড মোর্চার কাছে এক অস্বস্তিতকর বিষয়। বিরোধীদের যেমন চাপ রয়েছে তেমনই ওই ঘটনায় অভিযুক্তদের পরিবারের তরফেও চাপ রয়েছে। তাই একসঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা না করে দীপেন মালের নাম আলাদা করে ঘোষণা করার মধ্যে দিয়ে সেই ক্ষোভ প্রশমনেরই চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। মঙ্গলবার জিটিএর বাকী আসনগুলিতে প্রার্থী তালিকা ঘোষণা করবে মোর্চা। 

.