''যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন ধর্ষণ হবে'', তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়

ফের বিতর্কে তৃণমূল কংগ্রেস বিধায়ক। বুধবার সন্ধেতে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপক হালদার এক প্রকাশ্য জনসভায় ঘোষণা করলেন ''আগেও ধর্ষণ হত, এখনও ধর্ষণ হয়। যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন ধর্ষণও হবে।''

Updated By: Aug 28, 2014, 02:47 PM IST
 ''যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন ধর্ষণ হবে'', তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়

ডায়মন্ড হারবার: ফের বিতর্কে তৃণমূল কংগ্রেস বিধায়ক। বুধবার সন্ধেতে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক দীপক হালদার এক প্রকাশ্য জনসভায় ঘোষণা করলেন ''আগেও ধর্ষণ হত, এখনও ধর্ষণ হয়। যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন ধর্ষণও হবে।''

যদিও তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হওয়ার সঙ্গেসঙ্গেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন এই তৃণমূল নেতা। দাবি করেন তাঁর বক্তব্যের লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি।

নিজের বক্তব্যের জবাবদিহি দিতে গিয়ে দীপক বাবু বলেন ''দয়া করে আমার বক্তব্যের অপব্যাখা করবেন না। বোঝার চেষ্টা করুন আমি আসলে কী বলতে চেষ্টা করেছি। আমরা ধর্ষণকে মোটেও সমর্থন করি না। ...আমি এ কথা বলেছি কারণ ধর্ষণ আসলে একটি সামাজিক ব্যাধি। মমতা ব্যানার্জির একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি বা অন্য কারোর একার পক্ষেও এর সমাধান অসম্ভব। সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিন। যেখানেই এই ধরণের ঘটনা ঘটবে তার প্রতিবাদ করুন।''

তবে স্বাভাবিকভাবেই দীপক বাবুর জবাবদিহিতে চিঁড়ে ভিজছে না। বিরোধীরা তাঁর সমালোচনায় একজোট হয়েছেন।

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন এই ধরণের মন্তব্য আসলে তৃণমূলের নেতা-কর্মীদের মানসিকতার পরিচয় দেয়। কংগ্রেস নেতা আব্দুল মান্নান আবার বলেছেন কীভাবে কথা বলতে হয় সেটাই তৃণমূল নেতারা জানেন না।

 

 

.