ভোট গণনা- LIVE UPDATE (2)
৩টা ৫-- নানুরে জেলাপরিষদের একটি আসনে জয়ী বামফ্রন্ট।
৭টা ৪৬-- ধূপগুড়িতে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ। জখম আট জনের মধ্যে ৭জন সিপিআইএম কর্মী। ১জন তৃণমূল কর্মী।
৭টা ৪৫-- কোচবিহারে ১২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৭টির ফল ঘোষণা। ৫টি তৃণমূলের দখলে, ২টি পেল বামফ্রন্ট।
৭টা ৪৩-- বীরভূমের ছটি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে।
৭টা ৪১-- বীরভূমে ৬টি পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল।
৭টা ৩৯-- ভোটের ফল বেরতেই অশান্ত তেহট্ট। সিপিআইএম প্রার্থীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ। বামপ্রার্থী মসলিনা খাতুনের বাড়িতে আগুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
৭টা ৩৪-- পুরুলিয়ায় মোট ১৭০টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ১০৪টি তৃণমূলের দখলে, ২২টি বামফ্রন্টের, ৯টি কংগ্রেস, অনান্যদেরদখলে ৩৫টি।
৭টা ২৮-- মালদহে মোট ১৪৬টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ১০টি পেয়েছে তৃণমূল, বামফ্রন্ট ৪১টি, কংগ্রেস ৩৮টি ও অনান্যরা ৫৭টি
৭টা ২৩-- দক্ষিণ দিনাজপুরে গ্রামপঞ্চায়েতের গণনা শেষ। ৬৫টি গ্রামপঞ্চায়েতের মধ্যে ৩৮টি তৃণমূলের দখলে, বামফ্রন্টের দখলে ২২টি, অনান্যরা ৫টি।
৭টা ২০-- উত্তর দিনাজপুরে গ্রামপঞ্চায়েতের গণনা শেষ। ৯৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৪টি তৃণমূলের দখলে, ৪৮টি দখল বামফ্রন্টের, কংগ্রেসের দখলে ৩৪টি, অনান্যদের দখলে ২টি।
৭টা ৫- পঞ্চায়েত ভোটে দলের ফলাফলে উচ্ছসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানালেন এই জয় গণতন্ত্রের জয়। 'মা-মাটি-মানুষ'কে কৃতজ্ঞতা জানালেন তিনি।
৬টা ৫৯-- কোচবিহারে মোট ১২৮টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেয়েছে ৯১টি, ২৭টি পেয়েছে বামফ্রন্ট, কংগ্রেস পেয়েছে ৪টি, অনান্য ৬টি।
৬টা ৪৮-- হুগলির ৮টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে।
৬টা ৪৫-- বাঁকুড়ায় জেলা পরিষদের ফলাফল। ৬টি আসনে জয়ী তৃণমূল।
৬টা ৪০-- নদিয়ায় ৭টি গ্রাম পঞ্চায়েত সমতির ফল ঘোষণা। রাণাঘাট ১ ও ২ নম্বর তৃণমূলের দখলে। নাকাশিপাড়া ২ নম্বর ও কৃষ্ণনগর ২ নম্বর সিপিআইএম-এর দখলে।
এখনও পর্যন্ত পাঁচটা জেলায় গ্রাম পঞ্চায়েতের সব আসনের গণনা শেষ। তৃণমূল বড় জয় পেয়েছে- দুই মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া। কংগ্রেস ভাল ফল করেছে মুর্শিদাবাদে
৬টা ২৫-- বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতে পরাজিত নির্দল প্রার্থী হৃদয় ঘোষ।
৬টা ২২-- হুগলির জাঙ্গিপাড়ায় ৮৭ নম্বর বুথে পুনর্র্নির্বাচন । সকালে ব্যালট পেপার ছিনতাই হয়। তার জেরেই পুনর্র্নির্বাচন।
৬টা ২১-- ব্যারাকপুরে ২নম্বর পঞ্চায়েত সমিতিত গণনা কাউন্টিং এজেন্ট প্রত্যাহার করল বামেরা। বাম প্রার্থীকে মারধর। প্রতিবাদে কাউন্টিং এজেন্ট প্রত্যাহার।
৬টা ১৫-- পূর্ব মেদিনীপুরে ঘোষিত হল গ্রাম পঞ্চায়েতের ফল। মোট ২২৩টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ১৫৮ টি, বামফ্রন্ট ৪৩টি, কংগ্রেসের দখলে ১টি। অনান্যরা পেয়েছে ২১টি
৬টা ১১-- বামফ্রন্টের পক্ষ থেকে ভোট গণনায় কারচুপির অভিযোগ আনলেন বিমান বসু।
৫টা ৫৬-- হলদিয়ায় সুতাহাটা পঞ্চায়েত সমিতি বামেদের দখলে।
৫টা ৪৬-- পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতের গণনা শেষ। ২৯০টি গ্রাম
পঞ্চায়েতের মধ্যে ২৫৩টি তৃণমূলের দখলে, ২৪টি বামফ্রন্টের দখলে, ৫টির দখল
রেখেছে কংগ্রেস।
৫টা ৩৬-- কোচবিহারে ১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে।
৫টা ৩৫-- বাঁকুড়ায় জেলা পরিষদের ৩টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস।
৫টা ৩২-- নদিয়ায় ১৮৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৭৩টি তৃণমূলের দখলে, বামফ্রন্টের দখল্র ৫০টি , কংগ্রেস পেয়েছে ১৪টি, অনান্যরা পেয়েছে ৫০টি।
৫টা ৩০-- মুর্শিদাবাদে ২৫৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মধ্যে আটটি তৃণমূলের দখলে, বামেরা পেয়েছে ৯৯টি, কংগ্রেসের ১০৭টি, অনান্যরা পেয়েছে ৪০টি।
৫টা ২৮-- বাঁকুড়ায় ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩৪টি তৃণমূলের দখলে, বামফ্রন্টের দখলে ২৯টি, অনান্যরা পেয়েছেন ২৭টি আসন।
৫টা ২৬-- রানিগঞ্জের বেলুনিয়া গ্রামে সিপিআইএম কার্যালয়ে ভাঙচুর, কার্যালয়ের আসবাবপত্র ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হল।
৫টা ২৪-- হাওড়ার চৈতন্য কলেজে দীর্ঘ ক্ষণ ধরে বন্ধ গণনার কাজ। গণনা কর্মীরা খাবার না পাওয়ার প্রতিবাদে গণনা বন্ধ রেখেছেন।
বিকাল ৫.১০-গণনা শেষ নদিয়া গ্রাম পঞ্চায়েতের।
নদিয়ার ১৮৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেল ৭৩টি। বামফ্রন্ট পেল ৫০টি। কংগ্রেস-১৪টি। অন্যান্য- ৫০টি।
৫টা ৫: কোচবিহার, গ্রাম পঞ্চায়েত ১২৮। ঘোষিত ১২২। ৭০টিতে গ্রাম পঞ্চায়েত জয়ী তৃণোমূল।
৫টা ২: নদীয়ার গ্রাম পঞ্চায়েতের গণনা শেষ। পঞ্চায়েত সমিতির ভোট গণনা শুরু। কৃষ্ণনগর ১ নং পঞ্চায়েত সমিতি বামেদের দখলে।
৫টা: উঃ ২৪ পরগনার স্বরঊপ নগরে মোট আসন ১০টি। তা৬ মধ্যে ৭টি বামেদের দখলে। ৩টিতে জয়ী তৃণমূল।
৪টে ৪৪-- উত্তর ২৪ পরগণার আমডাঙায় উত্তেজনা। আমডাঙায় ২টি পঞ্চায়েতে বামেদের জয় ঘোষণার পরেই তৃণমূল হামলা করে বলে অভিযোগ। ব্যাপক বোমাবাজি। ৬টি দোকান ভাঙচুর।
৪টে ২৩-- মুর্শিদাবাদে ঘোষিত গ্রামপঞ্চায়েতের মধ্যে কংগ্রেসের দখলে ৮৬টি, বামফ্রন্টের দখলে ৭৪টি, তৃণমূলের দখলে ৩টি অনান্যরা পেয়েছে ৩৭টি।
৪টে ৮টা--- বর্ধমানে ঘোষিত গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে ১৫৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২২টি তৃণমূলের দখলে। বামফ্রন্টের দখলে ২৫টি। কংগ্রেসের দখলে ৪টি। অনান্যরা পেয়েছে ৬টি।
১০-- পশ্চিম মেদিনীপুরে ঘোষিত ১৩৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ১৩৫টি তৃণমূলের দখলে। বামফ্রন্ট পেয়েছে ৮টি ও কংগ্রেস পেয়েছে ১টি আসন।
৪টা ৮-- পূর্ব মেদিনীপুরে ঘোষিত ১২৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮৭টি তৃণমূলের দখলে, ২৮টিতে জয়ী বামেরা, কংগ্রেসের দখলে ৬টি, অনান্যদের দখলে ৬টি।
৪টা ৫-- মালদহতে ঘোষিত ৮২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেয়েছে ১৫টি। বামফ্রন্ট ৩৫টি। কংগ্রেস পেয়েছে ২৮টি।
৪টে--- দঃ দিনাজপুরে ঘোষিত ৫৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে ৩৬টি। ২০টিতে জয়ী বামফ্রন্ট।
৩টে ৫৯-- কোচবিহারে ঘোষিত ৬৫টির গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৪৬টি তৃণমূলের দখলে। ১৮টি জয়ী বামেরা। ১টিটে জয়ী কংগ্রেস।
৩টা ৫৬-- উঃদিনাজপুরে ঘোষিত ৯৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টিতে জয়ী তৃণমূল। ১৩টিতে বামফ্রন্ট, ১৮টিতে কংগ্রেস।
৩টা ৫৫-- উত্তর ২৪ পরগণায় ঘোষিত ৭৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে ৪৯টি। ২৫টিতে জয়ী বামফ্রন্ট।
৩টা ৫৪-- নদীয়াতে ঘোষিত আসনের মধ্যে ৬৪টি তৃণমূলের দখলে। বামফ্রন্ট পেয়েছে ৫৩টি। কংগ্রেস পেয়েছে ১১টি। অনান্যরা পেয়েছে ১৪টি আসন।
৩টা ৫১-- বাঁকুড়া তে ঘোষিত গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৮টি তৃণমূলের দখলে। বামফ্রন্টের দখলে ১৮টি আসন। অনান্যরা পেয়েছে ৩টি আসন।
৩টা ৪৮-- পুরুলিয়ায় এখনও পর্যন্ত ঘোষিত গ্রাম পঞ্চায়েতের গুলির মধ্যে তৃণমূলের দখলে ৩৯টি আসন। বামফ্রন্টের দখলে ১৯টি আসন। কংগ্রেসের দখলে ৯টি আসন।
৩টা ৪৫-- উত্তর ২৪ পরগণার পালপুরে ১নম্বর ব্লকে উত্তেজনা। পুলিসের গায়ে আবির দেওয়া নিয়ে উত্তেজনা। পুলিসের সঙ্গে বচসা তৃণমূল সমর্থকদের।
৩টা ৪৪-- নন্দীগ্রাম ১নম্বর ব্লকে ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টি তৃণমূলের দখলে। ১টিতে জয়ী নির্দল প্রার্থী।
৩টা ৩৫-- হাওড়ায় ২২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। ৪টি তে জয়ী বামেরা।
৩টা ৩০--বীরভূমে কসবা গ্রাম পঞ্চায়েতে ৬টি আসনে জয়ী আসনে জয়ী তৃণমূল। বাকি ৬টিতে জয়ী বিরোধী প্রার্থীরা।
৩টা ২৫-- পূর্ব মেদিনীপুরে খেজুরির বসতলা গ্রাম পঞ্চায়েত জয়ী হন নির্দল প্রার্থী কানাই জানা। এই প্রার্থীকে ব্যাপক মারধর করা হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসীর।
৩টা ২১--খরজুনা গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিআইএম প্রার্থী। মুর্শিদাবাদে খরজুনা গ্রাম পঞ্চায়েত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় খরজুনা।
৩টা ২০-- রাজারহাট ব্লকে ৬টি গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল।
৩টা ১৮-- পুরশুরা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে।
৩টা ৯-- ১৩টি জেলায় গ্রাম পঞ্চায়েতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।
৩টা ৫-- নানুরে জেলাপরিষদের একটি আসনে জয়ী বামফ্রন্ট।
৩টা ৩-- উত্তর ২৪ পরগণার অশোক নগরে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। এলাকায় উত্তেজনা।
২টা ২৪-- মালদায় ঘোষিত ১৪টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে ১০টি আসন সিপিআইএমের। ৪টি পেয়েছে কংগ্রেস।
২টা ২১-- জামুড়িয়া দখল করল তৃণমূল।
পঞ্চায়েতের আরও খবর জানতে ক্লিক করুন এখানে