এক নজরে পঞ্চায়েতের নজরকাড়া ফল

জামুড়িয়া পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে সূর্যকান্ত মিশ্রের বুথে জয়ী সিপিআইএম প্রার্থী শাসনে জিতল তৃণমূল কংগ্রেস লোবার গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল

Updated By: Jul 29, 2013, 01:21 PM IST

খরজুনায় জয়ী বামফ্রন্ট।
ফুরফুরা শরিফ গ্রাম পঞ্চায়েতে জয়ী বামেরা একুশটির মধ্যে এগারোটি আসন পেয়েছে বামেরা। ছটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। চারটি আসন গিয়েছে নির্দল প্রার্থীদের দখলে।
----
ধনেখালির সামসপুরে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী মানুজা বিবি। পুলিস হেফাজতে নিহত তৃণমূল কর্মী কাজী নাসিরুদ্দিনের স্ত্রী মানুজা বিবি। কাজি নাসিরুদ্দিনকে লকাপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে।
----
জামুড়িয়ায় মদনতোড় গ্রাম পঞ্চায়েতে জয়ী হলেন সিপিআইএম প্রার্থী মানোয়ারা বিবি। মানোয়ারা বিবির স্বামী দ্বিতীয় দফার নির্বাচনের দিন খুন হন।
----
বীরভূমের কসবার পাড়ুই গ্রাম পঞ্চায়েতের বারোটি আসনের মধ্যে ছটি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। ছটি আসন গিয়েছে
অনুব্রত মণ্ডল বিরোধীদের দখলে।
----
সুটিয়ায় বরুণ বিশ্বাসের গ্রামের বুথে জয়ী তৃণমূল কংগ্রেস। লুটিয়া ৯১ নম্বর বুথে উনিশ ভোট জয়ী হল তৃণমূল কংগ্রেস। গোবরডাঙা স্টেশনে খুন হন সুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্য শিক্ষক বরুণ বিশ্বাস।
----
উত্তর চব্বিশপরগনা আমডাঙার তারাবেড়িয়া, বোদাই গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস। নির্বাচনের দিন এই এলাকায় খুন হন সিপিআইএম সমর্থক বৃদ্ধ মাদারবক্স মল্লিক। এর পরে পুনর্নির্বাচন হয় ওই কেন্দ্রে।
----
নানুরে জেলা পরিষদ আসনে জয়ী সিপিআইএম প্রার্থী শফিকুল আলম। দুহাজারের বেশি ভোটে জয়ী। মনোনয়নের পর থেকে আত্মগোপন। গণনার দিনও এজেন্ট দিতে পারেননি শফিকুল।
----
খোরজুনায় সিপিআইএম জয়ী
তৃণমূল বড়সড় ধাক্কা খেল হুগলিতে। ধনেখালি ব্লকের সোমশপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মানুজা বিবি৷ তিনি পুলিশ লকআপে মৃত তৃণমূল কর্মী নাসিরুদ্দিনের স্ত্রী৷
সিঙ্গুরে ১৫ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩টি এগিয়ে তৃণমূল।
নানুরে সব আসনে জয়ী তৃণমূল
জামুড়িয়া পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে
সূর্যকান্ত মিশ্রের বুথে জয়ী সিপিআইএম প্রার্থী

বীরভূমে অনুব্রত মণ্ডলের এলাকায় ৬টি গ্রাম পঞ্চায়েতের ৫টিতে জয়ী নির্দল, ১টিতে তৃণমূল।

পশ্চিম মেদিনীপুরে ৬৩টি গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষিত। ৬১টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস, ১টি পঞ্চায়েত কংগ্রেসের দখলে

শাসনে জিতল তৃণমূল কংগ্রেস
লোবার গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল

বীরভূম জেলার কসবায় ভোটের ফলাফল ত্রিশঙ্কু

বীরভূম জেলার কুসুম্বা ও বনহাটের গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের
বীরভূম জেলার খটঙ্গার গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিআইএম
লাভপুরে সব আসনে জয়ী তৃণমূল

হলদিয়ার চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে জয়ী সিপিআইএম
সুতাহাটার কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল

কাঁথির মাঝিলাপুরে জয়ী তৃণমূল কংগ্রেস
হলদিয়ার খোদামবাড়ি গ্রাম পঞ্চায়েতে জয়ী নির্দল প্রার্থীরা
নন্দীগ্রামের সদাইপুরে জয়ী নির্দল প্রার্থীরা

সিঙ্গুরে ১৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬টির ফল ঘোষিত। ৫টিতে জয়ী তৃণমূল, ১টিতে জয়ী বামফ্রন্ট।
বীরভূমের লাভপুরে ১১টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।
দুবরাজপুরের ১০টি গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষিত। তৃণমূল জয়ী ৯টি তে, ১টি বামেদের দখলে।

.