লিচি সিনড্রোমের আতঙ্কে রাজ্য জুড়েই ব্যপক হারে কমছে লিচু বিক্রি

এ এক অদ্ভুত সমস্যা। লিচু খেয়ে অসুস্থ হয়ে শুধু পশ্চিমবঙ্গে মারা গেছে ১৪ জন শিশু। মালদহ মেডিকেল কলেজে এ মাসের শুরুর এই ঘটনা আপাতত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ।রাজ্যে লিচুর চিহ্ন পাওয়া যাচ্ছেনা। আতঙ্ক শুরু এ মাসের প্রথম থেকেই। রাতে মালদা কলেজে একদিনের মধ্যেই মৃত্যু হল ছজনের। কয়েকদিনের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাড়ালো চদ্দো।চিকিত্সকরা এখনও এই রোগের কারণ সঠিক করে বলতে পারেননি। কিন্তু বাড়ছে আতঙ্ক।

Updated By: Jun 14, 2014, 09:19 AM IST

এ এক অদ্ভুত সমস্যা। লিচু খেয়ে অসুস্থ হয়ে শুধু পশ্চিমবঙ্গে মারা গেছে ১৪ জন শিশু। মালদহ মেডিকেল কলেজে এ মাসের শুরুর এই ঘটনা আপাতত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ।রাজ্যে লিচুর চিহ্ন পাওয়া যাচ্ছেনা। আতঙ্ক শুরু এ মাসের প্রথম থেকেই। রাতে মালদা কলেজে একদিনের মধ্যেই মৃত্যু হল ছজনের। কয়েকদিনের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাড়ালো চদ্দো।চিকিত্সকরা এখনও এই রোগের কারণ সঠিক করে বলতে পারেননি। কিন্তু বাড়ছে আতঙ্ক।

জুন মাসে বিক্রির হার কমেছে ৯০%। মুর্শিদাবাদে। চিত্র একই। শুধু পশ্চিমবঙ্গেই নয় মুম্বাইতে লিচুর দাম পড়েছে ৪০%।

এখনও এ রোগের কারণ স্পষ্ট নয়। তবে চিকিত্সকেরা বলছেন লিচু খাবার আগে কিছু সতর্কতা মানতে হবে।

বাজার থেকে আনার পর লিচু ভিজিয়ে রাখুন ৩০ মিনিট।
খালি পেটে লিচু খাবেন না...
প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলে শিশুরা এর শিকার হয়।
গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে খাবেন না।
খালি পেটে খেলে তাড়াতাড়ি কিছু খাওয়ার চেষ্টা করুন।

.