কৃষ্ণগঞ্জে লাইন ম্যানেজ তৃণমূলের
বনগাঁর লোকসভার পাশাপাশি আজ কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সুশীল বিশ্বাসের প্রয়াণে এই আসনটি ফাঁকা হয়েছিল।
ওয়েব ডেস্ক: বনগাঁর লোকসভার পাশাপাশি আজ কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সুশীল বিশ্বাসের প্রয়াণে এই আসনটি ফাঁকা হয়েছিল।
সকাল থেকেই বিভিন্ন বুথে উত্সাহী ভোটারদের লাইন চোখে পরেছে। নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য মোতায়ন রয়েছে পর্যাপ্ত পরিমান কেন্দ্রীয় বাহিনী।
কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ১৫৩ নম্বর বুথে তৃণমূল প্রার্থী সত্যজিত্ বিশ্বাস ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ. দুই এজেন্ট অসুস্থ থাকায় একশো তিপান্ন নম্বর বুথে এজেন্ট দিতে পারেনি
সিপিআইএম। একশো বিরানব্বই নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটগ্রহণ কেন্দ্রে সমস্ত বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
২৪ ঘণ্টার খবরের জেরে ১৫৩ বুথ থেকে সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে।