পুরভোটের প্রচার শেষ আজ

রাজ্যের ছ`টি পুরসভার নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। শুক্রবার বিকেল ৫টাতে শেষ হবে প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার আসার পর রাজ্যে এই প্রথম পুরভোট।

Updated By: Jun 1, 2012, 11:29 AM IST

রাজ্যের ছ`টি পুরসভার নির্বাচনে প্রচারের শেষ দিন আজ। শুক্রবার বিকেল ৫টাতে শেষ হবে প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার আসার পর রাজ্যে এই প্রথম পুরভোট। পুরভোটের পর ফের পঞ্চায়েত নির্বাচন ২০১৩ সালে। তাই পুরভোটকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। গত বছর বিধানসভা নির্বাচনে জোটবদ্ধভাবে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস লড়াই করলেও, পুরভোটে দুই দলের জোট হয়নি। ছ`টি পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে একক লড়াইয়ের জন্য প্রার্থী দিয়েছে দু`পক্ষই। অন্যদিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন বামফ্রন্টের প্রার্থীরা। তবে পুরভোটকে ঘিরে ছ`টি পুরসভাতেই কম বেশি উত্তেজনা রয়েছে। বিশেষ করে হলদিয়া, পাঁশকুড়া এবং দুর্গাপুরে পুরভোটের দিন ঘোষণার পর থেকেই অশান্তির খবর পাওয়া গিয়েছে। উত্তেজনা রয়েছে নলহাটি, কুপার্স ক্যাম্প ও ধূপগুড়িতেও। প্রচারের শেষ বেলায় সব রাজনৈতিক দলেই ব্যস্ততা তুঙ্গে।

.