রানাঘাটকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার এক

রানাঘাটকাণ্ডে জড়িত সন্দেহে তরুণজিত্‍ ঘোষ নামে একজনকে গ্রেফতার করল বর্ধমানের পূর্বস্থলী থানার পুলিস। ধৃত ব্যক্তি নদিয়ার নবদ্বীপের বাবলারীর বাসিন্দা। রানাঘাটকাণ্ডের তার কোনও যোগ নেই বলেই মনে করছে পুলিস। তবে ধৃতের বিরুদ্ধে  সদ্য বিবাহিতা স্ত্রীকে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে নবদ্বীপ থানায়। কিছুদিন আগে পেশায় রাজমিস্ত্রি তরুণজিতের সঙ্গে বিয়ে হয় নবদ্বীপেরই বাসিন্দা তণুশ্রীর। বৃহস্পতিবার তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। তারপর থেকেই তরুণজিতের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেয়ের মৃত্যুর জন্য জামাইকেই দায়ী করে থানায় অভিযোগ জানান তণুশ্রীর বাবা। গতকাল তরুণজিত ধরা পড়লেও, সেটা যে রানাঘাটের ঘটনার প্রেক্ষিতে, তা জানতেন না তণুশ্রীর পরিবার। আজ ধৃতকে আদালতে তোলা হবে।

Updated By: Mar 21, 2015, 01:13 PM IST
 রানাঘাটকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার এক

ওয়েব ডেস্ক: রানাঘাটকাণ্ডে জড়িত সন্দেহে তরুণজিত্‍ ঘোষ নামে একজনকে গ্রেফতার করল বর্ধমানের পূর্বস্থলী থানার পুলিস। ধৃত ব্যক্তি নদিয়ার নবদ্বীপের বাবলারীর বাসিন্দা। রানাঘাটকাণ্ডের তার কোনও যোগ নেই বলেই মনে করছে পুলিস। তবে ধৃতের বিরুদ্ধে  সদ্য বিবাহিতা স্ত্রীকে মানসিক নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে নবদ্বীপ থানায়। কিছুদিন আগে পেশায় রাজমিস্ত্রি তরুণজিতের সঙ্গে বিয়ে হয় নবদ্বীপেরই বাসিন্দা তণুশ্রীর। বৃহস্পতিবার তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। তারপর থেকেই তরুণজিতের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেয়ের মৃত্যুর জন্য জামাইকেই দায়ী করে থানায় অভিযোগ জানান তণুশ্রীর বাবা। গতকাল তরুণজিত ধরা পড়লেও, সেটা যে রানাঘাটের ঘটনার প্রেক্ষিতে, তা জানতেন না তণুশ্রীর পরিবার। আজ ধৃতকে আদালতে তোলা হবে।

.