বেঁচে থেকেও পঞ্চায়েতের খাতায় কলমে মৃত, বামপন্থী হওয়ায় বন্ধ বার্ধক্যভাতা

বেঁচে আছেন। কিন্তু পঞ্চায়েতের খাতায় কলমে মৃত। তাই বার্ধক্যভাতা বন্ধ দক্ষিণ ২৪ পরগনার নামখানার সুরবালা প্রধানের। বন্ধ অসুস্থ সুরবালা দেবীর চিকিত্সাও। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি।

Updated By: Mar 21, 2015, 11:14 AM IST
বেঁচে থেকেও পঞ্চায়েতের খাতায় কলমে মৃত, বামপন্থী হওয়ায় বন্ধ বার্ধক্যভাতা

ওয়েব ডেস্ক:বেঁচে আছেন। কিন্তু পঞ্চায়েতের খাতায় কলমে মৃত। তাই বার্ধক্যভাতা বন্ধ দক্ষিণ ২৪ পরগনার নামখানার সুরবালা প্রধানের। বন্ধ অসুস্থ সুরবালা দেবীর চিকিত্সাও। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি।

২০০৭ থেকে বার্ধক্যভাতা পেয়ে আসছেন নামখানার শিবরামপুরের সুরবালা প্রধান। আচমকাই গত বছরের নভেম্বর থেকে বন্ধ হয়ে যায় সুরবালার বার্ধক্যভাতা। বার্ধক্যভাতা নেই। তাই বন্ধ অশীতিপর বৃদ্ধার চিকিত্সা। এখন হতদরিদ্র পরিবারটির একটাই আবেদন, দ্রুত শুরু হোক সুরবালা প্রধানের বার্ধক্যভাতা। সুরবালা প্রধানের পরিবারের দাবি, খোঁজ খবর শুরু করতেই জানতে পারেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের প্রধান তাঁকে মৃত ঘোষণা করেছেন।
 
পরিবারের অভিযোগ, বামপন্থী হওয়ার জন্য রাজনীতির শিকার সুরবালা প্রধান। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি।

.