কৃষক সেতুর সংস্কার চলছে, তাই নৌকাতেই দামোদর পেরোচ্ছেন মানুষ

Updated By: May 5, 2015, 02:10 PM IST
কৃষক সেতুর সংস্কার চলছে, তাই নৌকাতেই দামোদর পেরোচ্ছেন মানুষ

কৃষক সেতুর সংস্কারের কাজ চলায় নৌকোয় দামোদর পেরোতে হচ্ছে মানুষকে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সকলে। ১ থেকে ৫ মে পর্যন্ত চলবে সংস্কারের কাজ।

১৯৭৮ সালে পথ চলা শুরু করেছিল কৃষক সেতু। দামোদরের এই সেতু বর্ধমানের সঙ্গে বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতার যোগাযোগের একমাত্র মাধ্যম। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জীর্ণ দশা ক্রমশই প্রকট হচ্ছিল। বছর খানেক আগে সেতুর একাংশ ভেঙে পড়লে টনক নড়ে প্রশাসনের। যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয় সেতু সংস্কারের কাজ। সেতুর ওপর যান চলাচল বন্ধ হওয়ায় বর্তমানে নৌকোই একমাত্র ভরসা সাধারণ মানুষের।  

নৌকোয় পারাপারে মাথাপিছু ১০ টাকা ভাড়া দিতে হচ্ছে। সঙ্গে মোটর বাইক থাকলে দিতে হচ্ছে আরও ১০ টাকা।

 

.