কোলাঘাটে মদ খাওয়ায়ার প্রতিবাদ করতে গিয়ে খুন ৭৮ বছরের বৃদ্ধ, পলাতক অভিযুক্তরা
ফের প্রতিবাদী খুন। মদ খাওয়ার প্রতিবাদ করায় এবার প্রাণ খোয়ালেন আটাত্তর বছরের এক বৃদ্ধ। পূর্ব মেদিনীপুরের কুরকলম গ্রামের ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত চার যুবক।
ব্যুরো: ফের প্রতিবাদী খুন। মদ খাওয়ার প্রতিবাদ করায় এবার প্রাণ খোয়ালেন আটাত্তর বছরের এক বৃদ্ধ। পূর্ব মেদিনীপুরের কুরকলম গ্রামের ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত চার যুবক।
মদ খেয়ে দীর্ঘদিন ধরেই গ্রামে দাপিয়ে বেড়াত পূর্ব মেদিনীপুরের কুরকলম গ্রামের চার যুবক বাবলু, অরবিন্দ, নির্মল ও বিমল মণ্ডল। মদ্যপ অবস্থায় এলাকায় তোলাবাজি, মারধর ছিল রোজকার ঘটনা । প্রতিবাদে সরব হন বছর আটাত্তরের বিষ্ণু মণ্ডল।
শুক্রবার ফের ওই চার যুবকের সঙ্গে তাঁর বচসা বাধে। এরপরই তারা হুমকি দেয় বিষ্ণু মণ্ডলকে। অভিযোগ, রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় ওই বৃদ্ধের বাড়িতে চড়াও হয় চার যুবক। বেধড়ক মারধর করা হয় বিষ্ণু মন্ডলকে। ভাঙচুর চালানো হয় তাঁর বাড়িতেও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত চার যুবক। তাদের খোঁজে তল্লাসি শুরু করেছে কোলাঘাট থানার পুলিস।