তৃণমূলের কাজিয়ায় বন্ধ পঞ্চায়েতের কাজ, বিনা পরিষেবায় দিন কাটাচ্ছে খানাকুল
Updated By: Jul 6, 2015, 07:48 PM IST
তৃণমূলের প্রধান-উপপ্রধানের ঝামেলায় বন্ধ পঞ্চায়েতের কাজ। হুগলির খানাকুলের কিশোরপুর এক গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলছে। বেপাত্তা প্রধান। পুলিসের ভয়ে গ্রামছাড়া উপপ্রধানও। শুনশান কিশোরপুর এক গ্রাম পঞ্চায়েত চত্বর। দরজায় তালা ঝুলছে। কোনও পরিষেবাই পাচ্ছেন না গ্রামবাসীরা।
কেন এমন অবস্থা? গ্রামবাসীরা বলছেন, প্রধানের ভাইয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে কাজিয়ার শুরু। অভিযোগ, এরপরই প্রধানের নেতৃত্বে নির্যাতিতার বাড়িতে হামলা হয়। আর দায়টা তিনি উপপ্রধানের ঘাড়ে চাপান। উপপ্রধান না হয় পুলিসের ভয়ে গ্রামছাড়া। কিন্তু প্রধান? কোথায় তিনি?
পঞ্চায়েতের অচলাবস্থার কথা এসডিও, বিডিও-দুজনেই জানেন। তবে কবে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম শুরু হবে, সে উত্তর তাঁদেরও জানা নেই।