খরজুনা-রানিতলাও পেল রাষ্ট্রপতির আশ্বাস

খরজুনা ও রানিতলার মানুষের অভিযোগ শোনার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি। ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হন ওই দুই গ্রামের মানুষ। বেলা সাড়ে বারোটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা। প্রায় ঘণ্টাখানেক রাষ্ট্রপতি ভবনে ছিলেন তাঁরা। রাষ্ট্রপতির কাছে দুই গ্রামের মানুষ অভিযোগ করেন, ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য প্রশাসনের তরফে যে তদন্ত হচ্ছে তাতে তাঁদের আস্থা নেই। রাষ্ট্রপতি গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলবেন তিনি।

Updated By: Jul 16, 2013, 07:49 PM IST

খরজুনা ও রানিতলার মানুষের অভিযোগ শোনার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি। ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হন ওই দুই গ্রামের মানুষ। বেলা সাড়ে বারোটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা। প্রায় ঘণ্টাখানেক রাষ্ট্রপতি ভবনে ছিলেন তাঁরা। রাষ্ট্রপতির কাছে দুই গ্রামের মানুষ অভিযোগ করেন, ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য প্রশাসনের তরফে যে তদন্ত হচ্ছে তাতে তাঁদের আস্থা নেই। রাষ্ট্রপতি গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলবেন তিনি।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আগে ১০ জনপথে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন খরজুনা ও রানিতলার বাসিন্দারা। সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার কথা থাকলেও, হাতে সময় কম থাকায় তাঁরা কংগ্রেস সভানেত্র্রীর সঙ্গে দেখা করতে পারেননি। সোনিয়ার পরিবর্তে তাঁদের অভিযোগ শোনেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধী তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে বেরিয়ে জানিয়েছেন ওই দুই গ্রামের বাসিন্দারা।

.