ওয়েব ডেস্ক: এর আগেও প্রচারের কাজে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেছে বামেরা। কিন্তু ভোটকর্মী চেয়ে সরাসরি ফেসবুকে পোস্ট এই প্রথম। যিনি পোস্ট করেছেন তিনি রায়দিঘির সিপিএম প্রার্থী কান্তি গাঙ্গুলি। ভোটের কাজে বেশকিছু স্বেচ্ছাসেবক চেয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি। আগ্রহীদের ইন্টারনেট ও সোশাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন। সিপিএমের আদর্শ সম্পর্কে সম্যক ধারনা থাকতে হবে। আগ্রহীরা কান্তি গাঙ্গুলির মেল আইডিতে তাঁদের বায়োডেটা পাঠাতে পারেন। নতুন ধরনের এই ফেসবুক পোস্ট যুবক-যুবতীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। আগামিদিনে কি তাহলে ভোট কর্মী হওয়াটাও একটা পেশা হিসেবে দাঁড়াবে!

English Title: 
kanti gangulys facebook post
News Source: 
Home Title: 

ভোটকর্মী চেয়ে সরাসরি ফেসবুকে পোস্ট রায়দিঘির সিপিএম প্রার্থী কান্তি গাঙ্গুলির

ভোটকর্মী চেয়ে সরাসরি ফেসবুকে পোস্ট রায়দিঘির সিপিএম প্রার্থী কান্তি গাঙ্গুলির
Yes
Is Blog?: 
No
Section: