ফের অমানবিকতার নজির সালেশি সভার, মধ্যযুগীয় বর্বরতার শিকার শ্রমিক

ফের অমানবিক শাস্তির বিধান সালিশি সভার। মধ্যযুগীয় বর্বরতার শিকার  হলেন এক শ্রমিক। চোর সন্দেহে তাঁর পুরুষাঙ্গে ইট বেঁধে  ঝুলিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। গুরুতর অসুস্থ ওই শ্রমিক আপাতত হাসপাতালে চিকিত্‍সাধীন। ইংরেজবাজার থানা এলাকার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।ইংরেজবাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বহেরপুর মডেল কলোনীর এক হার্ডওয়্যারের দোকানে গত বুধবার চুরি হয়। দোকানেরই এক শ্রমিক নগদ আট হাজার টাকা চুরি করেছে বলে মালিকের সন্দেহ হয়। রবিবার গ্রামে সালিশি সভা বসে। সভায় দোকান মালিকসহ সকলের সামনে চুরির কথা অস্বীকার করেন ওই শ্রমিক। তবু সালিশি সভার মাতব্বররা শাস্তি ঘোষণা করে দেন।

Updated By: Jun 9, 2015, 01:48 PM IST
ফের অমানবিকতার নজির সালেশি সভার, মধ্যযুগীয় বর্বরতার শিকার শ্রমিক

ব্যুরো: ফের অমানবিক শাস্তির বিধান সালিশি সভার। মধ্যযুগীয় বর্বরতার শিকার  হলেন এক শ্রমিক। চোর সন্দেহে তাঁর পুরুষাঙ্গে ইট বেঁধে  ঝুলিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। গুরুতর অসুস্থ ওই শ্রমিক আপাতত হাসপাতালে চিকিত্‍সাধীন। ইংরেজবাজার থানা এলাকার এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।ইংরেজবাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বহেরপুর মডেল কলোনীর এক হার্ডওয়্যারের দোকানে গত বুধবার চুরি হয়। দোকানেরই এক শ্রমিক নগদ আট হাজার টাকা চুরি করেছে বলে মালিকের সন্দেহ হয়। রবিবার গ্রামে সালিশি সভা বসে। সভায় দোকান মালিকসহ সকলের সামনে চুরির কথা অস্বীকার করেন ওই শ্রমিক। তবু সালিশি সভার মাতব্বররা শাস্তি ঘোষণা করে দেন।

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে এখন যন্ত্রণায় ছটফট করছেন ওই শ্রমিক।

প্রতিবাদ করে কেউ সেদিন পাশে দাঁড়াননি।  ক্ষোভ উগরে দিলেন  ঘটনার  সাক্ষী ওই শ্রমিকের স্ত্রী ।

কিন্তু  এমন অমানবিক শাস্তির বিধান দিলেন কারা?

সালিশি সভার স্বঘোষিত বিচারকদের বিরুদ্ধে নিগৃহীত শ্রমিকের স্ত্রী  ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তেদর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিস।

 

.