ওয়েব ডেস্ক: কালনায় শুরু হয়েছে পিঠেপুলি উত্সব। ক দিন আগেই কালনায় হয়ে গেল খালবিল উত্সব। ছোটো মাছ বাঁচানোর উত্সব। এবার পিঠের উত্সব। কালনার পিঠে রসিক বাঙালিদের সন্ধ্যের ঠিকানা এখন অঘোরনাথ পার্ক মাঠ। ওখানেই শুরু হয়েছে পিঠেপুলি উত্সব। পড়ছে না পড়ছে না করে অবশেষে বাঙালির সাধের শীত। শীত মানেই জমাটি খাওয়া। মেলা খাওয়ার আয়োজন হয়েছে কালনার পিঠে মেলায়। রাই পিঠে, দুধপুলি,চন্দ্রপুলি,পাটিসাপটা, রসবড়া,ভাজাপিঠা কত ধরণের পিঠে। বিকোচ্ছে দেদার। কালনার অঘোরনাথ পার্ক মাঠে জমে উঠেছে পিঠে উত্সব। গঙ্গার হাওয়ায় ভাসা শীতের কালনায় পিঠে উত্সব ভিড় এতটাই, রাত নটা বাজলে কিন্তু আর পিঠে মিলবে না। এত পিঠে খেলে পেটে সইবে কী না---ভাবনা চিন্তা না করেই-মানুষ জমিয়ে পিঠে খাচ্ছে।
English Title:
kalna
News Source:
Home Title:
কালনায় শুরু হয়েছে পিঠেপুলি উত্সব
Yes
Is Blog?:
No
Section: