কবিয়াল গুমানী দেওয়ানের স্মরণে শুরু হল মুর্শিদাবাদে কবিয়াল মেলা, চলবে ৩ দিন

Updated By: Mar 9, 2015, 08:37 PM IST
কবিয়াল গুমানী দেওয়ানের স্মরণে শুরু হল মুর্শিদাবাদে কবিয়াল মেলা, চলবে ৩ দিন

কবিগানের সংস্কৃতি বহুযুগ ধরে চলে আসছে বাংলায়। কবিয়ালদের মধ্যে স্বনামধন্য মুর্শিদাবাদের গুমানী দেওয়ান। তাঁর স্মরণে আয়োজিত কবিয়াল মেলার উদ্বোধন হল আজ। তিনদিন ধরে চলবে এই মেলা।    

মুর্শিদাবাদের জিনদীঘি। এই গ্রামেই জন্ম বিখ্যাত কবিয়াল গুমানি দেওয়ানের। কবিগানের জগতে অদ্বিতীয় এই শিল্পীর স্মরণে প্রতিবছরের মতো এবারও জেলায় শুরু হয়েছে কবিয়াল মেলা। পশ্চিমবঙ্গ লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলার সোমবার উদ্বোধন করেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহা। কবিয়াল মেলাতে বিভিন্ন প্রান্তের কবিরা সমবেত হয়ে তাঁদের মত বিনিময় করেন। এই মঞ্চ থেকেই আগামী দিনের কবিগানের রসদও সংগ্রহ করে নেন তাঁরা।

এদিন কবি গুমানি দেওয়ানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর, লোকশিল্পী ও গ্রামের মানুষজন, ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা গোটা গ্রাম পরিক্রমা করে। এর সঙ্গেই সূচনা হয় তিনদিনব্যাপী কবিয়াল মেলার।  

 

.