বিধান সরকার: সম্প্রতি হুগলি জেলার বৈদ্যবাটি পুরসভার লোকের বাড়িতে কার্তিক ফেলে তোলাবাজির অভিযোগ উঠেছিল। সেই ঘটনার জেরে বিতর্কে পড়েছিলেন বৈদ্যবাটি পুরসভার ১৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌষালি ভট্টাচার্য। ঘটনায় বিজেপির দাবি, কাউন্সিলর প্যাডের গুরুত্ব বোঝে না এরা। কার্তিক ফেলেও তোলাবাজি করছে। এবার নেটপাড়ায় ভাইরাল তৃণমূলের প্যাডে টাকা চাওয়ার একটি পুরোনো চিঠি। 

আরও পড়ুন: Tab Scam: ট্যাবকান্ডে পরিবার চক্র! হঠাত্ই উচ্চবিত্তের মতো চালচলন হয়ে উঠেছিল গোপাল-বিশালদের

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় এক চিঠি। রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের লেটার প্যাডে লেখা রিষড়ার একটি টেক্সটাইল কারখানার ভাইস প্রেসিডেন্টকে। ঈদ উপলক্ষে দশ হাজার টাকা চাওয়া হয় কাপড় কেনার জন্য। চিঠির নিচে রিষড়ার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের সই ও স্ট্যাম্প দেওয়া। আর এই চিঠি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের দাবী এটা বিরোধীরা করেনি দলের লোকেরই কাজ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির অভিযোগ তৃণমূল এভাবেই তোলাবাজি করে। 

জাহিদ হাসান খান বলেন, 'আমি দলের কোন প্যাড ব্যবহার করি না, কোনো ডোনেশনও তুলি না। নিজের যা ক্ষমতা সেটা দিয়েই করি। এক কাউন্সিলর লোকসভা ভোটে কল্যাণ ব্যানার্জিকে ওই ওয়ার্ড থেকে হারানোর চেষ্টা করেছে। বিজেপি সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে। ওই ওয়ার্ডের দায়িত্ব আমার ছিল আমি সেখান থেকে লিড দিয়েছি। দলের লোক কিন্তু বিজেপি তৃণমূলের সাথে মিশে রিষড়া তৃণমূলের ক্ষতি করছে। এসব ফেক লেটার প্যাড। ওই কাউন্সিলর আমার বিরোধী এটা সবাই জানে। দলে ওঁর কোন জায়গা নেই তাই এসব করে আমার প্রচারে আসতে চায়।'

আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তার সঙ্গে জাহিদ হাসান খানের বিরোধ সর্বজনবিদিত। সাকির এই প্রসঙ্গে বলেন, 'এটা দলীয় তদন্তের বিষয়। কে কোথায় কারখানায় প্যাড পাঠিয়েছে এটা আমি জানিনা। এটা দলের তদন্তের বিষয়। দল যদি সঠিক তদন্ত করে দলের প্যাড কেন ব্যবহার করা হয়েছে সেটা নিশ্চয়ই ধরা পড়বে। আমার এ বিষয়ে কিছু বলার নেই।'

আরও পড়ুন: Birbhum: ভয়ংকর! 'ছেলে একমাসের মধ্যে মরবে', ভয় দেখিয়ে সোনা-টাকা হাতিয়ে চম্পট তিন মহিলার...

বিজেপির রাজ্য অফিস সম্পাদক প্রণয় রায় বলেন, 'যে চিঠি ভাইরাল হয়েছে সেটা আমার নজরেও পড়েছে। তৃণমূল সরকারি পদ সরকারি স্ট্যাম্প ব্যবহার করে তোলাবাজি করছে। ভাইস চেয়ারম্যান যদি লেটার হেডে লিখে তার স্ট্যাম্প দিয়ে কারখানার কাছে টাকা চাই তার কাছে আর কোন বিকল্প থাকে না মালিকের কাছে। এটা তৃণমূলের সরকারি তোলাবাজি।' তৃণমূল শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন, 'জাহিদ হাসান খান গত ত্রিশ বছরের কাউন্সিলর। তাকে বদনাম করে দলকে বদনাম করার এটা বিজেপির চক্রান্ত। ওঁরা ভোটে জিততে পারছে না। তাই যেভাবেই হোক বদনাম করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
The Trinamool vice chairman asked for money by writing on a pad Allegation of extortion caused by noise in Rishra
News Source: 
Home Title: 

প্যাডে লিখে টাকা চাইলেন তৃণমূলের ভাইস চেয়ারম্যান! তোলাবাজির অভিযোগে শোরগোল রিষড়ায়..

Rishra: প্যাডে লিখে টাকা চাইলেন তৃণমূলের ভাইস চেয়ারম্যান! তোলাবাজির অভিযোগে শোরগোল রিষড়ায়...
Yes
Is Blog?: 
No
Section: