Attack on Businessman: খাস কলকাতায় দিনেদুপুরে এবার ব্যবসায়ীর উপর 'হামলা', দোকান খুলতেই...

Attack on Businessman: পুলিস সূত্রে খবর, আক্রান্ত ব্যবসায়ীর নাম সঞ্জয় সরকার। মুকুন্দপুর বাসস্ট্যান্ডের কাছেই তাঁর সোনার দোকান। নাম, গীতাঞ্জলী জুয়েলার্স। অভিযোগ, দোকানে ঢুকে গয়না ছিনতাইয়ে চেষ্টা করে দুই দুষ্কৃতী। বাধা দিলে দোকান মালিকের গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়।

Updated By: Nov 17, 2024, 05:16 PM IST
Attack on Businessman: খাস কলকাতায় দিনেদুপুরে এবার ব্যবসায়ীর উপর 'হামলা', দোকান খুলতেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  দোকান খুলতেই ধারালো অস্ত্রের কোপ! খাস কলকাতায় এবার ব্যবসায়ীর উপর 'হামলা'। হাতেনাতে পাকড়াও দুই দুষ্কৃতী। তাদের আটক করেছে পুলিস। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ী ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মুকুন্দপুরে।

আরও পড়ুন:  Kasba Incident: কসবাকাণ্ডে কে এই ইকবাল? কাউন্সিলরের উপর হামলার নেপথ্যে কী কারণ...

পুলিস সূত্রে খবর, আক্রান্ত ব্যবসায়ীর নাম সঞ্জয় সরকার। মুকুন্দপুর বাসস্ট্যান্ডের কাছেই তাঁর সোনার দোকান। নাম, গীতাঞ্জলী জুয়েলার্স। ঘড়িতে তখন সাড়ে এগারোটা। অন্যন্য দিনের মতোই আজ ররিবার সকালেও দোকানে যথারীতি দোকানে বসেছিলেন সঞ্জয়। 

অভিযোগ, দোকানে ঢুকে পড়ে দু'জন দুষ্কৃতী। দোকান মালিকের গলায় ছিল একটি সোনার চেন। সেই চেন ও দোকান থেকে গয়না লুঠের চেষ্টা করে অভিযুক্ত। বাধা দিলে ধারালো অস্ত্রের কোপ মারা হয় সঞ্জয়ের গলায়! রক্তাক্ত অবস্থায় দু'জনকে ধরে ফেলেন তিনি নিজেই। এরপর চিত্‍কার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। ঘটনাস্থলে পৌঁছয় পূর্ব যাদবপুর থানার পুলিসও। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন:  Bengal Weather Update: প্রথম স্পেলেই তাপমাত্রা ৯.৪! তাহলে ভয়ংকর ঠান্ডার সেই পূর্বাভাসই সত্যি হল? জেনে নিন কোথায় কত...

পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম  দীপঙ্কর ও সাগর। কী কারণে দোকানে এসেছিল তারা? ছিনতাইয়ের জন্য়ই কি এই হামলা? শুরু হয়েছে তদন্ত। দোকানের সিসিটিভি ফুজে খতিয়ে দেখছে পুলিস। আক্রান্ত ব্যবসায়ীর স্ত্রী বলেন, 'আমি চিনি না কাউকে। কেন করল, আমাকে জানতে হবে। সেরকম তো কোনও ব্যাপারই নেই। ও তো জাস্ট দোকান আর বাড়ি। শত্রু বলে জানা নেই'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.