নোট বদলের ধাক্কায়, বেড়াতে যাওয়ার আনন্দই মাটি

নোট বদলের ধাক্কায়, বেড়াতে যাওয়ার আনন্দই মাটি। শৈলশহরে দুর্বিষহ অবস্থা পর্যটকদের। পকেটে বড়, ভারী নোটের বান্ডিল। তবু ভুগতে হচ্ছে অর্থসঙ্কটে। এটিএম বন্ধ। ফলে সেই পথেও সুরাহার নামগন্ধ নেই। বিপাকে পর্যটকরা।  

Updated By: Nov 11, 2016, 08:46 PM IST
নোট বদলের ধাক্কায়, বেড়াতে যাওয়ার আনন্দই মাটি

ওয়েব ডেস্ক: নোট বদলের ধাক্কায়, বেড়াতে যাওয়ার আনন্দই মাটি। শৈলশহরে দুর্বিষহ অবস্থা পর্যটকদের। পকেটে বড়, ভারী নোটের বান্ডিল। তবু ভুগতে হচ্ছে অর্থসঙ্কটে। এটিএম বন্ধ। ফলে সেই পথেও সুরাহার নামগন্ধ নেই। বিপাকে পর্যটকরা।  
     
পাহাড়ে এখন পাহাড়প্রমাণ বিপদ। দুশ্চিন্তায় কার্যত নাওয়াখাওয়া বন্ধ হতে বসেছে পর্যটকদের। পাঁচশো, হাজারের নোট বাতিলের জেরে, সবাই ঘোর বিপদে। পকেট ভারী বড় নোটে। তবু এত অসহায় কখনও লাগেনি। খুচরোর অভাবে, শিয়রে সঙ্কট।

আরও পড়ুন- দিল্লি থেকে মুম্বই, গোয়া থেকে বেঙ্গালুরু ATM-এর একই ছবি

ছেলে দার্জিলিংয়ের স্কুলে পড়ে। বিহার থেকে তাকে ছাড়তে এসে, মহাফ্যাসাদে তার বাড়ির লোকজন। ছেলেকে যে জরুরি কিছু জিনিসপত্র কিনে দেবেন, সেই উপায়ও নেই।  বেড়ানো মাথায় উঠেছে। এখন হাতে থাকা সামান্য কয়েকটি পঞ্চাশ-একশোর নোটের ভরসায়, বাড়ি ফেরার পথ খুঁজতে ব্যস্ত পর্যটকরা।

আরও পড়ুন- নোট বিভ্রাটে প্রাণ গেল বৃদ্ধের

.