তোলাবাজি ইস্যুতে মিনিবাস কর্মীদের সঙ্গে কথা বললেন আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি

চব্বিশ ঘণ্টার খবরের জের। তোলাবাজি ইস্যুতে মিনিবাস কর্মীদের সঙ্গে কথা বললেন আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি। সমস্যা মেটাতে রবিবারই মিনিবাস কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের শ্রম কল্যাণ মন্ত্রী মলয় ঘটক। আশ্বাস পাওয়ার পরেই মিনিবাস ধর্মঘট তুলে নেন বাস কর্মীরা। আসানসোলে মিনিবাস কর্মীদের থেকে তোলাবাজির অভিযোগে নাম জড়িয়েছে মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিত ঘটকের।  

Updated By: Aug 5, 2016, 12:06 PM IST
তোলাবাজি ইস্যুতে মিনিবাস কর্মীদের সঙ্গে কথা বললেন আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি

ওয়েব ডেস্ক: চব্বিশ ঘণ্টার খবরের জের। তোলাবাজি ইস্যুতে মিনিবাস কর্মীদের সঙ্গে কথা বললেন আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি। সমস্যা মেটাতে রবিবারই মিনিবাস কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের শ্রম কল্যাণ মন্ত্রী মলয় ঘটক। আশ্বাস পাওয়ার পরেই মিনিবাস ধর্মঘট তুলে নেন বাস কর্মীরা। আসানসোলে মিনিবাস কর্মীদের থেকে তোলাবাজির অভিযোগে নাম জড়িয়েছে মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিত ঘটকের।  

আরও পড়ুন মুর্শিদাবাদের ইসলামপুর থানার সীমান্ত এলাকা থেকে ধৃত দুই মণিপুরের যুবক

অভিযোগ আসানসোল বাস মিনিবাস শ্রমিকদের কাছ তেকে তোলা আদায় করা হত কুপন ছাপিয়ে। ঘটনার প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা  রাজু আহলুওয়ালিয়া। এরপরেই তাকে মারধর ও হুমকি দেওয়া হয়। প্রতিবাদে আজ মিনিবাস পরিষেবা বন্ধ করে দেন বাস কর্মীরা।

আরও পড়ুন  গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা মালদহের বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক

.