বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখে প্রচার চালাচ্ছেন উমা সোরেন

পেশায় চিকিৎসক। ভোট প্রচারে পেশাগত সেই দক্ষতাকেই কাজে লাগাতে চাইছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উমা সোরেন। বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখার সঙ্গেই চলছে ভোট প্রচারের কাজ। হাতের কাছে ডাক্তার বন্ধুকে পেয়ে খুশি গ্রামবাসীরাও।

Updated By: Mar 15, 2014, 03:17 PM IST

পেশায় চিকিৎসক। ভোট প্রচারে পেশাগত সেই দক্ষতাকেই কাজে লাগাতে চাইছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উমা সোরেন। বাড়ি বাড়ি গিয়ে রোগী দেখার সঙ্গেই চলছে ভোট প্রচারের কাজ। হাতের কাছে ডাক্তার বন্ধুকে পেয়ে খুশি গ্রামবাসীরাও।

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর পছন্দের প্রার্থী ডঃ উমা সোরেন। বিপক্ষে সিপিআইএমের পুলিন বিহারী বাস্কে। মিটিং, মিছিলের থেকে নিজের পেশাগত দক্ষতাকেই প্রচারের কাজে বেশি ব্যবহার করছেন চিকিত্‍সক উমা সোরেন। শুক্রবার আমলাশোলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। ভোট প্রচারের সঙ্গেই চলল রুগী দেখার কাজ।

বেলপাহাড়ি,কাঁকড়াঝোড়শিলদা সহ একাধিক গ্রামে মিছিলও করেন তৃণমূল প্রার্থী উমা সোরেন। হাতের কাছেই এমন একজন চিকিত্‍সককে পেয়ে খুশি গ্রামবাসীরাও।

প্রার্থীর দাবি জঙ্গলমহলে শান্তি ফিরেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগেই। জঙ্গলমহল ঘিরে মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করাই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উমা সোরেন।

.