জেলার বনাম কারারক্ষীর সংঘাত হাওড়ায়

জেলার বনাম কারারক্ষী। দুপক্ষের সংঘাত ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জেলা সংশোধনাগারে। পার্থ কোলে নামে এক কারারক্ষীকে মারধর, তাঁর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে জেলার সন্দীপ রায়ের বিরুদ্ধে। যদিও জেলারের পাল্টা দাবি, গতকাল রাতে ডিউটি করার সময় মদ্যপ অবস্থায় ছিলেন পার্থ কোলে। তাঁর জায়গায় বহিরাগত আরেকজন সংশোধনাগারের গেটে কাজ করছিলেন। জেলার জানিয়েছেন, হাতেনাতে পার্থ কোলেকে ধরে ফেলার পর তিনি ওই রক্ষীকে পুলিসের হাতে তুলে দেন।

Updated By: Dec 26, 2013, 04:06 PM IST

জেলার বনাম কারারক্ষী। দুপক্ষের সংঘাত ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জেলা সংশোধনাগারে। পার্থ কোলে নামে এক কারারক্ষীকে মারধর, তাঁর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে জেলার সন্দীপ রায়ের বিরুদ্ধে। যদিও জেলারের পাল্টা দাবি, গতকাল রাতে ডিউটি করার সময় মদ্যপ অবস্থায় ছিলেন পার্থ কোলে। তাঁর জায়গায় বহিরাগত আরেকজন সংশোধনাগারের গেটে কাজ করছিলেন। জেলার জানিয়েছেন, হাতেনাতে পার্থ কোলেকে ধরে ফেলার পর তিনি ওই রক্ষীকে পুলিসের হাতে তুলে দেন।

তবে কারারক্ষীদের সংগঠনের অভিযোগ, বিভাগীয় তদন্ত না করে, শীর্ষ কর্তাদের কিছু না জানিয়ে প্রথমেই কেন পার্থ কোলেকে সরাসরি পুলিসের হাতে তুলে দিলেন জেলার? এছাড়াও জেলার সন্দীপ রায়ের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলেছে বন্দি ও কারারক্ষী সংগঠন।

.