তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের জের, ছেঁড়া হল মুখ্যমন্ত্রীর ছবি

শুধু দলীয় কার্যালয় ভাঙচুর বা মারামারি নয়। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এবার ছিঁড়ে ফেলা হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে। আগামী কালই ঝাড়গ্রামে সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর আগেই  গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল নয়াগ্রাম। ভাঙচুর করা হল তৃণমূলের কৃষক ক্ষেত মজুর সংগঠনের অফিস। ছিঁড়ে ফেলা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের ছবি। আর এই সবের জন্য নয়াগ্রামে তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল দত্তর বিরুদ্ধেই অভিযোগ করেছেন দলের আরেক স্থানীয় নেতা

Updated By: Mar 17, 2013, 11:48 AM IST

শুধু দলীয় কার্যালয় ভাঙচুর বা মারামারি নয়। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এবার ছিঁড়ে ফেলা হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে। আগামী কালই ঝাড়গ্রামে সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর আগেই  গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল নয়াগ্রাম। ভাঙচুর করা হল তৃণমূলের কৃষক ক্ষেত মজুর সংগঠনের অফিস। ছিঁড়ে ফেলা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের ছবি। আর এই সবের জন্য নয়াগ্রামে তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল দত্তর বিরুদ্ধেই অভিযোগ করেছেন দলের আরেক স্থানীয় নেতা
তিনি জানিয়েছেন হামলা করা হয় তাঁর স্ত্রীর উপরেও। পুলিসে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন আক্রান্ত নেতার স্ত্রী। ভাঙচুর করা হয় ওই নেতার দোকানও। পুলিস অবশ্য অভিযোগ নেয়নি বলে দাবি করেছেন ওই নেতার স্ত্রী। তাঁর আরও অভিযোগ থানায় গেলে উল্টে তাঁর স্বামীকেই  আটকে রাখে পুলিস। এর আগেও দলীয় কর্মীদের উপর হামলা অভিযোগ উঠেছিল এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা উজ্জ্বল দত্তের বিরুদ্ধে।

.