দলের গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে গানকেই হাতিয়ার করছেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল
যুযুধান দুই শিবিরকে নিরস্ত করতে তাঁর অস্ত্র গান। কর্মিসভায় বিবাদমান দুপক্ষ আসলে যে একই দলের। আর তাই কোন্দল ঠেকাতে আসরে নামতে হল স্বয়ং প্রার্থীকে। তবে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের দাবি, দলে গণতন্ত্র আছে বলেই এটা সম্ভব।
যুযুধান দুই শিবিরকে নিরস্ত করতে তাঁর অস্ত্র গান। কর্মিসভায় বিবাদমান দুপক্ষ আসলে যে একই দলের। আর তাই কোন্দল ঠেকাতে আসরে নামতে হল স্বয়ং প্রার্থীকে। তবে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের দাবি, দলে গণতন্ত্র আছে বলেই এটা সম্ভব।
তৃণমূলের অন্দরে মন কষাকষির শুরুটা হয়েছিল প্রার্থীতালিকা প্রকাশের দিনই। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় দলের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরলেও ছাইচাপা আগুন প্রকাশ্যে এল বুধবার বহরমপুর সিরাজবাগের তৃণমূলের কর্মিসভায়। প্রকাশ্যেই বিতন্ডায় জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর ও জ্যোতস্না সেন। উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখে আসরে নামলেন তৃণমূল প্রার্থী স্বয়ং। এক্ষেত্রে তাঁর অস্ত্র গান।
তবে গানের বাঁধনে দুপক্ষকে আপাত ভাবে বাঁধলেও, দলীয় কোন্দলের ছবিটা চাপা পড়ল কি? বিষয়টি সযত্নে এড়িয়ে গেলেন হুমায়ুন কবীর। আর ইন্দ্রনীল সেন বললেন, দলে গণতন্ত্র আছে বলেই এটা সম্ভব।