কর্মবিরতিতে মৌড়ীগ্রাম তেল ডিপো

সময়ে মজুরি দিতে হবে। এই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ইন্ডিয়ান অয়েলের মৌড়িগ্রাম ডিপোর প্রায় ৫০০ জন ট্যাঙ্কার চালক এবং খালাসি।

Updated By: Nov 9, 2012, 06:35 PM IST

সময়ে মজুরি দিতে হবে। এই দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ইন্ডিয়ান অয়েলের মৌড়িগ্রাম ডিপোর প্রায় ৫০০ জন ট্যাঙ্কার চালক এবং খালাসি।
এর ফলে ইতিমধ্যেই হাওড়া, হুগলি, কলকাতার বিভিন্ন পাম্পে এবং বিমানবন্দরে বন্ধ হয়ে গিয়েছে জ্বালানির সরবরাহ। ধর্মঘটের জেরে সমস্যায় পড়েছেন পেট্রোল ডিলাররা। এবিষয়ে হস্তক্ষেপ চেয়ে পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে চিঠিও পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে।

.