২৪ ঘণ্টার খবরের জের, প্রসূতিদের ফিরিয়ে নিল হাসপাতাল

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি  জঙ্গলমহলের তেরোজন প্রসূতিকে  হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। প্রসবের নির্দিষ্ট সময় হয়নি এই অজুহাতে, তেরোজন প্রসূতিকে ডিসচার্জ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর ওই মহিলারা হাসপাতাল সুপারের অফিসের সামনে  শুয়ে কাতরাতে শুরু করেন।

Updated By: Dec 3, 2016, 02:35 PM IST

ওয়েব ডেস্ক : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি  জঙ্গলমহলের তেরোজন প্রসূতিকে  হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। প্রসবের নির্দিষ্ট সময় হয়নি এই অজুহাতে, তেরোজন প্রসূতিকে ডিসচার্জ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর ওই মহিলারা হাসপাতাল সুপারের অফিসের সামনে  শুয়ে কাতরাতে শুরু করেন।

এই অবস্থায় প্রসূতিদের কোথায় নিয়ে যাবেন বুঝতে পারছিলেন না জঙ্গলমহল থেকে আসা প্রসূতিদের আত্মীয়রা। এরপর ২৪ ঘণ্টায় এই খবর দেখানোর পরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার কথা স্বীকার করে নেন হাসপাতালে সুপার। কয়েকজন প্রসূতিকে ফের ভর্তি করে নেয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল।

আরও পড়ুন, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়া জেলা হাসপাতালের চলল রান্না

.